পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-তে যোগদানের পর মহিলা পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর; অভিযুক্ত তৃণমূল

পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । বাঁশ, লাঠি দিয়ে হামলা চালানো হয় । মারধর করা হয় পঞ্চায়েত সদস্য সাকিনা বিবির মেয়েকে ।

ভাঙচুর করা হয়েছে বাড়িতে

By

Published : Jun 6, 2019, 10:59 PM IST

Updated : Jun 6, 2019, 11:43 PM IST

রানাঘাট, 6 জুন : BJP-তে যোগ দিয়েছিলেন । তারপরই পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । বাঁশ, লাঠি দিয়ে হামলা চালানো হয় । মারধর করা হয় পঞ্চায়েত সদস্য সাকিনা বিবির মেয়েকে । রানাঘাটের হবিবপুরের ঘটনা । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

গত পঞ্চায়েত নির্বাচনে CPI(M)-র টিকিটে হবিবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হন সাকিনা বিবি । আজ তিনি BJP-তে যোগদান করেন । যোগ দেন পঞ্চায়েতের একাধিক সদস্যও । অভিযোগ, এরপরই তাঁর বাড়িতে বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা । সেই সময় সাকিনা বিবি 10 বছরের মেয়ে ছাড়া কেউ বাড়িতে ছিল না । বাড়ি ভাঙচুরের পাশাপাশি, সেই একরত্তি মেয়েটিকেও মারা হয় ।

নদিয়া দক্ষিণের BJP সভাপতি জগন্নাথ সরকার বলেন, "এই অত্যাচারের রাজনীতি দীর্ঘদিন ধরেই চলছে । এতে আমরা আশ্চর্য হচ্ছি না । দল পাশে আছে । এটা বেশিদিন চললে মানুষ পালটা মাঠে নামবে, তখন কিন্তু পুলিশও তৃণমূলকে রক্ষা করতে পারবে না ।"

ভিডিয়োয় শুনুন সাকিনা বিবির বক্তব্য

তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । রানাঘাট ব্লক সভাপতি তাপস ঘোষ বলেন, "আমাদের মতের অমিল হলেই কারও ঘর-বাড়ি ভাঙতে হবে, এমন শিক্ষা আমরা দলীয় কর্মীদের দিই না । এটা ওদের সম্পূর্ণই পারিবারিক বিষয় । এর সঙ্গে দলের কোনও যোগ নেই ।" যদিও সাকিনা বলেন, "আমি CPI(M) করতাম । BJP-তে যোগ দিয়েছি বলে তৃণমূলের লোকজন আমার বাড়ি ভাঙচুর করেছে ।"

রানাঘাট থানায় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । তদন্তে নেমেছে পুলিশ ।

Last Updated : Jun 6, 2019, 11:43 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details