শান্তিপুর, 18 অক্টোবর: বাংলাদেশের হিংসাকে (Bangladesh Violence) শান্তিপুর উপনির্বাচনে (Shantipur Bypoll) প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) ৷ তাঁর দাবি, বাংলাদেশের ঘটনার পর শান্তিপুরে তিন গুণ বেশি ভোটে জিতবে বিজেপি (BJP Campaign)৷ তবে দলের গোষ্ঠীকোন্দল নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন তিনি ৷ সংবাদমাধ্যমকে চটি চাটা বলে সম্বোধন করে আক্রমণ শানালেন ৷
শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের আগে দলের সাংগঠনিক কর্মিসভায় যোগ দেন শুভেন্দু অধিকারী । আগামী 30 অক্টোবর শান্তিপুর বিধানসভায় উপনির্বাচন ৷ এই উপনির্বাচনে শান্তিপুরে চতুর্মুখী লড়াই হতে চলেছে । গত বিধানসভা ভোটে শান্তিপুরে জয়ী হয়েছিল বিজেপি ৷ বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বিধায়ক পদ থেকে পদত্যাগ করার পরেই শান্তিপুর বিধানসভায় আবারও উপনির্বাচন হতে চলেছে ৷ দ্বিতীয়বারের লড়াইয়ে জায়গা ছাড়তে নারাজ বিজেপি ।
আরও পড়ুন:Itahar Murder : ইটাহারে দুষ্কৃতীদের গুলিতে খুন যুব মোর্চার সহ-সভাপতি, কাঠগড়ায় তৃণমূল