নদিয়া, 11 জুন:পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ৷ সর্বদলীয় বৈঠক ছাড়া নির্বাচন করার কমিশনের সিদ্ধান্ত নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ৷ এবার নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে তঘলুকি আখ্যা দিলেন বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় ৷ বিডিও অফিসে চলছে বিজেপির মনোনয়ন জমা । সেখানেই উপস্থিত হয়ে রাজ্যের শাসকদল ও কমিশনকে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক ৷
রাজ্যের অন্য জায়গার মতো শুক্রবার থেকেই নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বিডিও অফিসে চলছে মনোনয়ন জমা নেওয়ার কাজ । এদিন বিজেপি প্রায় শতাধিক প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন । সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্য়ায় । তিনি বলেন, "নির্বাচন কমিশনের এই তড়িঘড়ি সিদ্ধান্ত শুধু আমাদের নয়, প্রতিটি রাজনৈতিক দলকেই অসুবিধার মধ্যে ফেলেছে । নির্বাচন প্রক্রিয়া শুরুর আগে কিছু গণতান্ত্রিক নিয়ম থাকে । যেখানে অন্তত এক সপ্তাহ আগে সর্বদলীয় বৈঠক ডাকার প্রয়োজন হয় । কিন্তু এখানে কিছুই মানা হয়নি ।