পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP MLA on Panchayat Election 2023: তড়িঘড়ি নির্বাচনের সিদ্ধান্ত, কমিশনকে কটাক্ষ বিজেপি বিধায়কের

তড়িঘড়ি ভোটের দিন ঘোষণার পরেই নির্বাচন কমিশনকে কাটাক্ষ করলেন নদিয়ার রাণাঘাটের উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 11, 2023, 12:31 PM IST

Updated : Jun 11, 2023, 5:34 PM IST

নদিয়া, 11 জুন:পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ৷ সর্বদলীয় বৈঠক ছাড়া নির্বাচন করার কমিশনের সিদ্ধান্ত নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ৷ এবার নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে তঘলুকি আখ্যা দিলেন বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় ৷ বিডিও অফিসে চলছে বিজেপির মনোনয়ন জমা । সেখানেই উপস্থিত হয়ে রাজ্যের শাসকদল ও কমিশনকে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক ৷

রাজ্যের অন্য জায়গার মতো শুক্রবার থেকেই নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বিডিও অফিসে চলছে মনোনয়ন জমা নেওয়ার কাজ । এদিন বিজেপি প্রায় শতাধিক প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন । সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্য়ায় । তিনি বলেন, "নির্বাচন কমিশনের এই তড়িঘড়ি সিদ্ধান্ত শুধু আমাদের নয়, প্রতিটি রাজনৈতিক দলকেই অসুবিধার মধ্যে ফেলেছে । নির্বাচন প্রক্রিয়া শুরুর আগে কিছু গণতান্ত্রিক নিয়ম থাকে । যেখানে অন্তত এক সপ্তাহ আগে সর্বদলীয় বৈঠক ডাকার প্রয়োজন হয় । কিন্তু এখানে কিছুই মানা হয়নি ।

আরও পড়ুন:দলদাসের মতো আচরণ! রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট নয় দাবি সুজনের

পাশাপাশি তিনি আরও উল্লেখ করেন, নিজেদের সুবিধামতো কমিশনকে কাজে লাগিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসকদল । শাসকদল চাইছে না এরাজ্যে কোনও বিরোধী রাজনৈতিক দল থাকুক । তবে সাংগঠনিক দিক থেকে তারা যে 100 শতাংশ প্রস্তুত সে কথা জানিয়ে তিনি বলেন, "প্রতিটি পঞ্চায়েত স্তরেই আমরা প্রার্থী দেব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই চালিয়ে যাব ।" পাশাপাশি রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো প্রসঙ্গেই তিনি জানান, বিগত 18 সালের নির্বাচন পুনরায় করতে চাইছে শাসক দল । তার কারণ একদিনে রাজ্যজুড়ে ভোট করালে তা রাজ্য পুলিশ দিয়ে করা সম্পন্ন নয় বলে তিনি জানান ৷ উল্লেখ্য, ভোটের দিন ঘোষণার পর থেকে বিরোধী রাজনৈতিকদলগুলি রাজ্যপুলিশ দিয়ে ভোট না করার দাবি সরব হয়েছে ৷

Last Updated : Jun 11, 2023, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details