কলকাতা, 2 মে : কুড়ি বছর পর দ্বিতীয়বার ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন মুকুল রায় ৷ এবার বিজেপির হয়ে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তাঁর প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলের বিরুদ্ধে ৷ প্রতিপক্ষ ছিলেন তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় ৷ তাঁকে হারিয়ে এবার প্রথমবার বিধানসভায় প্রবেশ করতে চলেছেন মুকুল রায় ৷ বিপুল সংখ্যক ভোটে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করলেন তিনি ৷
2016 বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের অন্দরে একঘরে হয়ে গিয়েছিলেন মুকুল রায় ৷ যার পর এক এক করে তৃণমূলে গুরুত্ব হারাতে শুরু করেছিলেন তিনি ৷ তারপরেই 2017 সালে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ শুরু হয় বাংলায় পদ্মশিবিরকে প্রতিষ্ঠা করার লড়াই ৷ যে লড়াইয়ের প্রথম ধাপে 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে 18টি আসন জিততে পিছন থেকে সাহায্য করেছিলেন তিনি ৷ এর পরের লড়াই ছিল 2021 সালের বিধানসভা নির্বাচন ৷ যে লড়াইয়ে নিজে জিতলেও, সার্বিকভাবে বিজেপিকে রাজ্যে পদ্ম ফোটাতে ব্যর্থ হলেন মুকুল রায় ৷