মায়াপুর (নদিয়া), 8 মার্চ: রাজ্য সরকারের পক্ষে আর ডিএ (Dearness Allowance) বৃদ্ধি সম্ভব নয় বলে সোমবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাঁর মুন্ডু কেটে নিলেও সরকার এর চেয়ে বেশি ডিএ বৃদ্ধি করতে পারবে না বলে সেদিন তিনি দাবি করেছিলেন ৷ বুধবার এই নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP Chief Sukanta Majumdar) ৷ তিনি বলেন, ‘‘মুন্ডু কাটার দরকার নেই ৷ চেয়ারটা ছেড়ে দিন ৷ আমরা এসে সরকারি কর্মচারীদের ডিএ দিয়ে দেব ।’’
এই দিন দুপুরে ঝটিকা সফরে মায়াপুর ইসকন মন্দির পরিদর্শনে আসেন সুকান্ত মজুমদার । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন তিনি । একাধিক ইস্যুতে সমালোচনা করেন তিনি ৷ অনুব্রত মণ্ডলের ইডি (ED) হেফাজত প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন ৷ যদি তিনি মুখ খোলেন, তাহলে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) ভূমিকম্প হবে এবং ধপাস করে দলটা পড়ে যাবে । সেই কারণেই ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতারা ৷’’