শান্তিপুর, 31 জুলাই : নদীয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে চরপানপাড়া ও বেলেরমাঠ গ্রাম। দু‘টি গ্রামের মধ্যে দিয়েই বয়ে গিয়েছে সারিগঙ্গা। বর্ষাকালে গত কয়েক বছর ধরে সেই সারিগঙ্গা কচুরিপানায় ভরে যায়। ফলে নৌকা চলাচলের ভীষণ অসুবিধা হয় । কচুরিপানার মধ্যে দিয়ে নৌকা চলাচল করতে গিয়ে মাঝে মধ্যে আটকে যায় নৌকা।
এদিন সারিগঙ্গা দিয়ে চলাচল করতে গিয়ে আটকে যায় একটি ট্রলার। প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি যাচ্ছিল। সারিগঙ্গার মাঝখানে ট্রলারটি আটকে যায়। কয়েক ঘণ্টা ধরে আটকে থাকে ট্রলারটি। খবর পেয়ে যাত্রীদের উদ্ধার করতে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। খবর দিতে হয় বিপর্যয় মোকাবিলা দলকে। তারা এসে যাত্রীদের উদ্ধার করে। ওই ঘটনায় ক্ষিপ্ত এলাকার মানুষ। তাদের অভিযোগ, চর পানপাড়া এলাকার প্রায় 4 হাজার মানুষের যাতায়াতের পথ এটাই। বিভিন্ন কাজে তাঁদের শান্তিপুরের দিকে আসতে হয়। শান্তিপুরের দিকে আসতে হয় একাধিক ছাত্র-ছাত্রীদেরও।