নবদ্বীপ, 19 জুলাই: নিখোঁজ মধু ব্যবসায়ীর দেহ উদ্ধার হল মেঝের নীচ থেকে। ঘটনায় অভিযুক্ত মন্টু মণ্ডলকে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ। গত 9 জুলাই থেকে নিখোঁজ ছিলেন পেশায় মধু ব্যবসায়ী সফিউল মণ্ডল। মৃত ওই ব্যবসায়ী নদিয়ার নবদ্বীপ থানার মিয়াপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ৷ সেখানেই তিনি মধুর ব্যবসা করতেন। তাঁর বাড়ি উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানা এলাকায়। প্রতিবেশী সম্পর্কে এক ভাগ্নে তথা অভিযুক্ত মন্টু মণ্ডল সফিউলের ভাড়া বাড়িতে বেড়াতে আসে। তারপরেই দু'জনের মধ্যে নারী গঠিত বিষয় নিয়ে বচসা শুরু হয়।
মৃত সফিউল মণ্ডলের বাবা বলেন, "অভিযুক্তর কাছ থেকে আমার ছেলের বাইকের কাগজ-সহ প্যান কার্ড, আধার কার্ড এবং একাধিক ডকুমেন্টস পাওয়া যায়। এতেই সন্দেহ বাড়ে আমাদের ৷ গত রবিবার থেকে সফিউল নিঁখোজ ৷ কিছুতেই ওর খোঁজ পাচ্ছিলাম না ৷ আমরা পুলিশকে জানায় ৷ ওকে পুলিশ গ্রেফতার করে ৷" মন্টুকে গ্রেফতারের পর পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে পুরো ঘটনা স্বীকার করে নেয়।