নদিয়া, 20 জুন : মত্ত অবস্থায় মহিলাকে ধর্ষণের চেষ্টা । বাধা দিতে গেলে তাঁকে বিষ খাওয়ানো হয় বলে অভিযোগ । অভিযুক্ত এলাকার যুবক । অভিযুক্তের নাম সানু দাস (23) । নদিয়ার চাকদহের ঘটনা । মৃত্যুকালীন জবানবন্দি দিয়ে ঘটনার কথা বলে যান নির্যাতিতা । সেই মতো মৃতের বাবা চাকদহ থানায় অভিযোগ দায়ের করেন । অন্যদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ।
ধর্ষণে বাধা দেওয়ায় মহিলাকে খুন, অভিযুক্ত পলাতক - Assused
নদিয়ার চাকদহে মহিলাকে ধর্ষণের চেষ্টা । বাধা দিতে গেলে বিষ খাওয়ানোর অভিযোগ ।
প্রতীকী ছবি
নির্যাতিতার স্বামী বলেন, "বাড়িতে ছিলাম না । সেই সময় সানু আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে । বাধা দিতে গেলে খুন করে ।"
পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত শুরু করা হয়েছে । সানুর কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয়রা ।