পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবতিকে কুপিয়ে খুনের চেষ্টা, অভিযোগ - love

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক যুবতিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই যুবতির অন্যত্র বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেই সে তাকে গতরাতে কুপিয়ে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনায় জখম হয়েছেন যুবতি ও তার মা। অভিযুক্ত যুবককে মারধর করে স্থানীয়রা । তিনজনকেই রানাঘাট হাসপাতালে ভরতি করা হয়েছে।

আহত যুবতি

By

Published : May 25, 2019, 3:11 PM IST

রাণাঘাট, 25 মে: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তার নাম পূর্ণচন্দ্র দাস। গতরাতে নদিয়ার রাণাঘাটের ঘটনা । মেয়েকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে আহত হয়েছেন যুবতির মা । মা ও মেয়ে দু'জনকেই রানাঘাট মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। ওই যুবককে মারধর করে স্থানীয়রা। তাকেও হাসপাতালে ভরতি করা হয়েছে ।

নদিয়ার রানাঘাটের নোকারির বাসিন্দা ওই যুবতি । অভিযোগ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল পূর্ণচন্দ্র । কিন্তু তাতে রাজি হয়নি যুবতি । সম্প্রতি তার অন্যত্র বিয়ে ঠিক হয় । সেই কথা জানতে পারে পূর্ণচন্দ্র । গতরাতে ওই যুবতি তার মায়ের সঙ্গে বাজার থেকে বাড়ি ফিরছিল । অভিযোগ, তখন পূর্ণচন্দ্র তার উপর হামলা চালায় । মেয়েকে বাঁচাতে গিয়ে জখম হন যুবতির মা।

দু'জনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। ওই যুবকের হাত থেকে মা ও মেয়েকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত যুবককে মারধর করে রানাঘাট থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। তাকেও রানাঘাট মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details