শান্তিপুর, 24 ফেব্রুয়ারি : মদ্যপানের প্রতিবাদ করায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের উপর অ্যাসিড হামলা চালাল একদল যুবক ৷ ঘটনাটি শান্তিপুর থানার ফুলিয়া বসাক পাড়ার জীবনানন্দ কলোনিতে ৷ স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধকে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান চিকিৎসার জন্য ৷ গ্রেপ্তার করা হয়েছে সুবীর বসাক নামক এক যুবককে ৷
শুক্রবার রাতে ফুলিয়া বসাক পাড়ার রেললাইন সংলগ্ন জীবনানন্দ কলোনির বাসিন্দা জীবন বসাকের ঘরে জোর করে ঢোকে একদল যুবক ৷ বৃদ্ধের ঘরেই মদের আসর বসায় তারা ৷ জীবন বসাক এর প্রতিবাদ করেন ৷ তখন ওই যুবকরা তাঁকে মারধর করে, গায়ে ঢেলে দেয় অ্যাসিড ৷