পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ - সুবীর বসাক

শান্তিপুর থানার ফুলিয়া বসাক পাড়ার জীবনানন্দ কলোনিতে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের বাড়িতে জোর করে ঢুকে মদ্য়পান একদল যুবকের ৷ প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধর করে ও তার গায়ে অ্যাসিড ঢেলে দেয় যুবকরা ৷ এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে ৷

acid attack
ধৃত সুবীর বসাক

By

Published : Feb 24, 2020, 12:56 PM IST

Updated : Feb 24, 2020, 1:14 PM IST

শান্তিপুর, 24 ফেব্রুয়ারি : মদ্যপানের প্রতিবাদ করায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের উপর অ্যাসিড হামলা চালাল একদল যুবক ৷ ঘটনাটি শান্তিপুর থানার ফুলিয়া বসাক পাড়ার জীবনানন্দ কলোনিতে ৷ স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধকে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান চিকিৎসার জন্য ৷ গ্রেপ্তার করা হয়েছে সুবীর বসাক নামক এক যুবককে ৷

শুক্রবার রাতে ফুলিয়া বসাক পাড়ার রেললাইন সংলগ্ন জীবনানন্দ কলোনির বাসিন্দা জীবন বসাকের ঘরে জোর করে ঢোকে একদল যুবক ৷ বৃদ্ধের ঘরেই মদের আসর বসায় তারা ৷ জীবন বসাক এর প্রতিবাদ করেন ৷ তখন ওই যুবকরা তাঁকে মারধর করে, গায়ে ঢেলে দেয় অ্যাসিড ৷

এদিকে এলাকার লোকজন বৃদ্ধের চিৎকার শুনে ছুটে আসে এবং তাঁকে উদ্ধার করে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঝেমধ্যেই এই যুবকরা বিভিন্ন জায়গায় মদ-গাঁজার আসর বসায় ৷ জীবন বসাক মানসিক ভারসাম্য, তাঁর পরিবারে কেউ নেই ৷ শুক্রবার তাঁর উপর অ্যাসিড হামলা হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷

অ্যাসিড আক্রান্ত জীবন বসাক ও স্থানীয় বাসিন্দার বক্তব্য ৷

রবিবার গভীর রাতে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ এই ঘটনায় সুবীর বসাক (25) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়, বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

Last Updated : Feb 24, 2020, 1:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details