কৃষ্ণগঞ্জ, 3 সেপ্টেম্বর: বিএসএফ ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স (ডিআরআই) টিমের যৌথ অভিযানে 106টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হল ৷ নদিয়ায় কৃষ্ণগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিজয়পুর এলাকা থেকে এই বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার হয়েছে ৷ ভারতীয় মুদ্রায় যার বাজারমূল্য প্রায় 8 কোটি 50 লক্ষ টাকা ৷ সোনা উদ্ধারের পাশাপাশি 2 পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে কৃষ্ণগঞ্জ থানার বিজয়পুর গ্রামে একটি বাড়িতে হানা দেয় বিএসএফ-এর 32 নম্বর ব্যাটেলিয়ন ৷ সঙ্গে ছিল কলকাতার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর বা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স দলের সদস্যরা ৷ সেখানে তল্লাশি চালিয়ে 106টি সোনার বিস্কুট উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা ৷ বিপুল পরিমাণে সোনার বিস্কুট পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বাড়িতে লুকিয়ে রাখার অভিযোগে রবীন্দ্রনাথ বিশ্বাস এবং বিধান ঘোষকে হাতেনাকে গ্রেফতার করা হয় ৷