পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখে কাপড় গোঁজা, কান্দিতে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ - recovered

মুখে কাপড় গোঁজা । এলোমেলো জামা-কাপড় । মাঠ থেকে উদ্ধার মহিলার দেহ ।

ছবিটি প্রতীকী

By

Published : Jul 8, 2019, 11:30 AM IST

ভরতপুর, 8 জুলাই : মাঠ থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন দেহ । ভরতপুর থানার করন্দি গ্রামের ঘটনা । স্থানীয়দের অভিযোগ, ধর্ষণ করা হয়েছে ওই মহিলাকে ।

আজ সকালে কাজে যাচ্ছিলেন গ্রামের কয়েকজন । সেইসময় মুখে কাপড় গোঁজা অবস্থায় ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখে তারা । খবর যায় ভরতপুর থানায় । পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় । স্থানীয়দের অভিযোগ, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ।

পুলিশ সূত্রে খবর, ওই মহিলার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে । পাশাপাশি উদ্ধারের সময় ওই মহিলার জামা-কাপড় অবিন্যস্ত ছিল । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । একইসঙ্গে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে ।

ABOUT THE AUTHOR

...view details