শক্তিনগর (মুর্শিদাবাদ), 30 ডিসেম্বর : মুর্শিদাবাদের শক্তিনগরে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ৷ ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিনগর থানার পুলিশ ৷
মাঠে মহিলার মৃতদেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ - woman moudered in Murshidabad
ফাঁকা মাঠে মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ৷ ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের ৷
ছবিটি প্রতীকী
গতকাল রামনগর কাজিপাড়া এলাকায় ওই মহিলার অর্ধনগ্ন মৃতদেহ দেখতে পান স্থানীয়রা ৷ দুপুরে বাড়ির কাছে ফাঁকা মাঠের মধ্যে একটি জল ট্যাঙ্কের পাশে তাঁর দেহ পড়ে ছিল ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ।
বছর পঞ্চাশের ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ ৷ অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে এখনও কেউ ধরা পড়েনি ৷