পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেল লাইনের উপর থেকে উদ্ধার তাজা বোমা - Farakka

ফরাক্কা রেল স্টেশনের কাছ থেকে রেল লাইনের উপর পরিত্যক্ত তাজা বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। এদিন দুপুরের ঘটনাটি ঘটে ফরাক্কা থানার মালদা ডিভিশনের সাঁকোঘাট স্টেশনের কাছে। ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশবাহিনী।

bomb rail line
Farakka

By

Published : Feb 27, 2021, 4:18 PM IST

ফরাক্কা, 27 ফেব্রুয়ারি: রেল লাইনের উপর থেকে উদ্ধার তাজা বোমা। ফরাক্কা-রেল লাইনের উপর পরিত্যক্ত তাজা বোমা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। অল্পের জন্য রক্ষা পেলেন রেল লাইনে কর্মরত রেলকর্মীরা। এদিন দুপুরে ঘটনাটি ঘটে ফরাক্কা থানার মালদা ডিভিশনের সাঁকোঘাট স্টেশনে। ঘটনাস্থলে রয়েছে ফরাক্কা থানার পুলিশ ও রেল পুলিশ। বম্ব স্কোয়াডে খবর দেওয়া হলে বোমাটি তারা উদ্ধার করে নিয়ে যায়।


17 ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে রাজ্যের এক মন্ত্রী সহ জখম হয়েছেন মোট ২৭ জন। সেই ঘটনার সিআইডি তদন্ত চলছে। এরমধ্যে ফের রেল লাইনের উপর থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।


এদিন সাঁকোঘাট স্টেশনে রেল লাইনে কাজ করছিলেন রেলের কর্মীরা। লাইনের পাশে পড়ে থাকা চটের বস্তা সরাতে গিয়েই তাজা বোমা নজরে আসে কর্মীদের। কর্মীদের দাবি, একটু অসতর্ক হলেই সেটি ফেটে যেত। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জিআরপিকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশও। বম্ব স্কোয়াডে খবর দেওয়া হলে বোমাটি উদ্ধার করে নিস্ক্রিয় করা হয়। রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় জঙ্গি যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছেব পুলিশের তরফে।

ABOUT THE AUTHOR

...view details