পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালী প্রতিমার চোখে জল ! তোলপাড় বহরমপুর - বিজ্ঞান মঞ্চ

বিজ্ঞান মঞ্চের সদস্যদের দাবি, লোকচক্ষুর আড়ালে কেউ তুলি দিয়ে গ্লিসারিন জাতীয় কিছু প্রতিমার চোখে দিয়েছে । যার জেরেই চোখ দিয়ে জল গড়াচ্ছে বলে বিশ্বাস সাধারণ মানুষের । কিন্তু, তাঁদের যুক্তি মানতে নারাজ সাধারণ মানুষ থেকে ভক্তরা ।

Murshidabad
কালী প্রতিমার চোখে জল

By

Published : Dec 29, 2020, 5:06 PM IST

Updated : Dec 29, 2020, 5:50 PM IST

বহরমপুর, 29 ডিসেম্বর : বেশ কয়েক বছর আগে গনেশের দুধ খাওয়া নিয়ে তোলাপাড় হয়েছিল গোটা দেশ । যদিও তাতে বুজরুকি ধরা পড়ায় সমস্ত ভুল ভেঙে যায় । এবার অনেকটা সেরকম ঘটনার সাক্ষী থাকল বহরমপুরবাসী । বহরমপুর শহর থেকে তিন কিমি দূরে হরিদাসমাটি এলাকার একটি পুরাতন কালীমন্দিরে মাতৃ প্রতিমার ডান চোখ দিয়ে জল গড়াতে দেখেন মন্দির কমিটির সদস্যরা । এই ঘটনার পর থেকে ভক্তরা ভিড় জমিয়েছেন মন্দির প্রাঙ্গণে । চলছে পুজো-পাঠ । স্থানীয় মানুষের দাবি, কোনও কারণে দেবী কষ্ট পেয়েছেন ।

খবর পেয়ে মুর্শিদাবাদ বিজ্ঞান মঞ্চের সদস্যরা ওই মন্দিরে উপস্থিত হন । বিজ্ঞান মঞ্চের সদস্যদের দাবি, লোকচক্ষুর আড়ালে কেউ তুলি দিয়ে গ্লিসারিন জাতীয় কিছু প্রতিমার চোখে দিয়েছে । যার জেরেই চোখ দিয়ে জল গড়াচ্ছে বলে বিশ্বাস সাধারণ মানুষের । কিন্তু, তাঁদের যুক্তি মানতে নারাজ সাধারণ মানুষ থেকে ভক্তরা ।

আরও পড়ুন, পদযাত্রায় বাইরের মানুষ, জোরজুলুমের রাজনীতি তৃণমূলের : অনুপম

ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন ছড়িয়েছে এলাকায় । অনেকের ধারণা, দেবী কোনও কারণে রুষ্ট হয়েছেন । এলাকায় তার কোপ পড়তে পারে বলে অন্ধবিশ্বাস ছড়িয়েছে । তাই দেবীকে সন্তুষ্ট করতে পুজোর পাশাপাশি দক্ষিণা, প্রণামী দিচ্ছেন ভক্তরা ।

Last Updated : Dec 29, 2020, 5:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details