পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অপসারিত ডোমকল পৌরসভার ভাইস চেয়ারম্যান

ডোমকল পৌরসভার 15 জন কাউন্সিলরের মত নিয়ে ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকীকে অপসারণ করা হয় । এই ঘটনায় ডোমকলে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

Vice chairman of domkol municipality
মুর্শিদাবাদের ডোমকল পৌরসভা থেকে অপসারিত ভাইস চেয়ারম্যান

By

Published : Jun 22, 2020, 10:50 PM IST

ডোমকল, 22 জুন : বছর ঘুরতে না ঘুরতে ফের ডোমকল পৌরসভায় রদবদল । পৌরসভার 15 জন কাউন্সিলরের মতামত নিয়ে আজ ভাইস চেয়ারম্যান পদ থেকে প্রদীপ চাকীকে অপসারণের চিঠি দিলেন পৌরসভার চেয়ারম্যান । দলীয় নেতৃত্বের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে প্রদীপবাবুকে অপসারণ করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

মাত্র এক বছর আগে নবগঠিত ডোমকল পৌরসভার চেয়ারম্যান পদ থেকে আচমকা অপসারণ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সৌমিক হোসেনকে । তাঁঁর জায়গায় বহাল করা হয় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ জাফিকুল ইসলামকে । অভিযোগ, তখন থেকে ডোমকল পৌরসভায় অভিষেক ও শুভেন্দু অনুগামীর গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে । এরপর চেয়ারম্যান পদে বসেন জাফিকুল ইসলাম ।

লকডাউনের সময় সরকারি চাল চুরির অভিযোগ ছিল প্রদীপ চাকীর বিরুদ্ধে । সেই কারণে হয়ত তাঁকে পদ থেকে সরতে হয়েছে বলে মনে করছেন একাংশ দলীয় কর্মী । আজ বৈঠক ডেকে 15 জন কাউন্সিলরের মতামত নিয়ে ভাইস চেয়ারম্যানকে অপসারণের চিঠি দেন চেয়ারম্যান জাফিকুল ইসলাম । তিনি বলেন, “সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত নিয়ে প্রদীপবাবুকে ভাইস চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে ।”

এদিকে এবিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন প্রদীপ চাকী । আজ এলাকায় ঝামেলার আশঙ্কায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details