সুতি, 6 মে: রাতের অন্ধকারে কৃষি দপ্তরের কয়েক লাখ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে । ঘটনায় আরও কয়েকজন তৃণমূল নেতার জড়িত থাকার প্রমাণ মিলেছে । কৃষি দপ্তরের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি নৈশপ্রহরীকে শোকজ করা হয়েছে । অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতারা । শুরু হয়েছে তদন্ত । ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে সুতি-2 ব্লকের কৃষি দপ্তরে ।
লকডাউনের মাঝেই রাতের অন্ধকারে চুপিসারে অবৈধভাবে কৃষি দপ্তরের প্রায় 50টিরও বেশি শাল, সেগুন গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে । পাচার হওয়া গাছের আনুমানিক মূল্য প্রায় 30 লাখ টাকা । অভিযোগের তীর উঠেছে কৃষি কর্মাধ্যক্ষ সহ স্থানীয় তৃণমূল নেতা ও আরও বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে । ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি-2 ব্লক সহ কৃষি অধিকর্তার দপ্তরে । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
30 লাখ টাকার সরকারি কাঠ চুরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
পাচার হওয়া গাছের আনুমানিক মূল্য প্রায় 30 লাখ টাকা । অভিযোগের তীর উঠেছে কৃষি কর্মাধ্যক্ষ সহ স্থানীয় তৃণমূল নেতা ও আরও বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ।
30 লাখ টাকার সরকারি কাঠ চুরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
ইতিমধ্যেই ফার্মের গেটম্যান তথা নাইটগার্ডকে শোকজ করা হয়েছে । বিষয়টি নিয়ে সুতি থানায় অভিযোগ দায়ের করেছেন সহ কৃষি অধিকর্তা অরিন্দম বিশ্বাস । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ।