পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লেভেল ক্রসিংয়ে ট্রাক্টরে ধাক্কা ট্রেনের, চালকের মৃত্যু - train colide with tractor and motorcycle, one dead

রেজি নগরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির । এর প্রতিবাদে রেল অবরোধ করে স্থানীয় বাসিন্দারা । পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয় রেল পুলিশ।

রেল অবরোধ

By

Published : Jun 8, 2019, 3:05 PM IST

বহরমপুর, 8 জুন : লেভেল ক্রসিং খোলা থাকায় বিপত্তি। ট্রাক্টর ও বাইকের সঙ্গে ধাক্কা লাগল ট্রেনের । ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাক্টর চালকের। গুরুতর জখম দুইজন । একজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। অপরজনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ট্রেন আসছে দেখে অবশ্য লাইনের উপরেই বাইক ফেলে পালিয়ে যান চালক ।

মৃত ট্রাক্টর চালকের নাম জামিরুল শেখ (২৬)। যারা জখম হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটেছে রেজিনগর স্টেশনের আগে লেভেল ক্রসিংয়ে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ইঞ্জিন পাস হওয়ার পর লেভেল ক্রসিংয়ের বার তুলে নেওয়া হয় । ঠিক তখনই শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ঢুকে পড়ে। সেই সময় লাইন পার হচ্ছিল ট্রাকটর ও একটি বাইক । দ্রুতগামি ট্রেন ট্রাক্টর ও বাইককে গুড়িয়ে দিয়ে চলে যায়। ট্রাকটর একজন নামতে পারলে চালক ও জমির মালিক নামতে পারেনি। এদিকে বাইক চালক লাফিয়ে বেঁচে যান।

ABOUT THE AUTHOR

...view details