পশ্চিমবঙ্গ

west bengal

কান্দিতে কংগ্রেস কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

By

Published : Jan 24, 2020, 10:54 PM IST

Updated : Jan 24, 2020, 11:35 PM IST

কংগ্রেস কর্মীর চায়ের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের ।

TMC workers allegedly put Fire at tea shop
কান্দিতে চায়ের দোকানে আগুন

কান্দি, 24 জানুয়ারি : রাজনৈতিক বিবাদের জের । কান্দিতে এক কংগ্রেস কর্মীর চায়ের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গতরাতে সোমনাথ মণ্ডল নামে ওই কংগ্রেস কর্মীর চায়ের দোকান পুড়িয়ে দেওয়া হয় ৷ সোমনাথ মণ্ডলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর দোকানে আগুন লাগিয়ে দেয় ৷ ঘটনায় কান্দি থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

কান্দি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাঁধাপুকুর এলাকার বাসিন্দা সোমনাথ মণ্ডল ৷ ওই এলাকাতেই দোকান ছিল তাঁর ৷ গতকাল দোকান খুলেছিলেন ৷ রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন ৷ এরপর আজ সকালে এসে দেখেন, তাঁর দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে ৷

কী বললেন দোকানের মালিক ? দেখুন ভিডিয়ো...

সোমনাথবাবু জানান, তিনি একজন কংগ্রেস কর্মী ৷ অনেক দিন ধরেই কংগ্রেস করছেন ৷ তাঁর এলাকার অনেকেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেও তিনি দেননি ৷ তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলা হয় ৷ তবে তিনি দেননি ৷ এরই মধ্যে গতকাল কান্দিতে কংগ্রেসের একটি কর্মীসভা হয় ৷ সেখানে তিনি যোগ দেন । সোমনাথ মণ্ডলের অভিযোগ, সেই রোষে তাঁর দোকানে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷

আজ সকালে কান্দি থানায় অভিযোগ দায়ের করেন সোমনাথ মণ্ডল । দোষীদের শাস্তির দাবিও করেন তিনি । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কর্মীরা । তাদের বক্তব্য, এই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত নয় ৷

কান্দি থানার পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থান পরিদর্শন করেছে পুলিশ ৷ তদন্তও শুরু হয়েছে ৷ কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Jan 24, 2020, 11:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details