পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Attack on TMC Worker : তিনদিনের মধ্যে মুর্শিদাবাদে ফের দুষ্কৃতী হামলা, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী - tmc worker shot in murshidabad

মুর্শিদাবাদের নওদায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী ৷ একটি দুষ্কৃতী হামলার ঘটনার তিনদিন পেরোতে না পেরোতেই ফের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ঘটনার পিছনে কি রাজনৈতিক অভিসন্ধি ? উত্তর খুঁজছে পুলিশ ৷

নওদায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
নওদায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

By

Published : Aug 19, 2021, 7:06 AM IST

Updated : Aug 19, 2021, 12:24 PM IST

নওদা, 19 অগস্ট : মুর্শিদাবাদে ফের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী । শাহাবুদ্দিন মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায় দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুর্শিদাবাদের নওদা থানার গোঘাটা এলাকায় ৷ ওই তৃণমূল কর্মী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি ।

গুলিবিদ্ধ তৃণমূল কর্মী শাহাবুদ্দিন মণ্ডলের বাড়ি নওদা থানার চাঁদপুর এলাকায় । বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাইকে চেপে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে গোঘাটায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ এরপর তিনি বাড়ি না গিয়ে কোনওরকমে বাইক নিয়েই সোজা চলে আসেন গোঘাট মোড়ে ৷ সেখানে তাঁর অবস্থা দেখে স্থানীয় লোকজন তাঁকে প্রথমে পাটিকাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ এরপর সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ তবে কে বা কারা গুলি চালিয়েছে সে বিষয় এখনও স্পষ্ট নয় ৷ এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

প্রসঙ্গত, তিনদিন আগে মুর্শিদাবাদের রানিনগর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতির গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা । ঘটনায় মৃত্যু হয় গাড়ি চালকের । একইসঙ্গে গুরুতর জখম দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । সেই ঘটনার তদন্ত এখনও চলছে ৷ তার রেশ কাটতে না কাটতেই ফের তৃণমূল কর্মীর উপর দুষ্কৃতী হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

আরও পড়ুন :Attack on TMC leader : তৃণমূল ব্লক সভাপতির গাড়িতে দুষ্কৃতী হামলায় মৃত 1, আহত 3

Last Updated : Aug 19, 2021, 12:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details