বহরমপুর, 3 জুন : নওদায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা । আক্রান্তের নাম সঞ্জিত রায় । তিনি আমতলার বাসিন্দা । তাঁর স্ত্রী 5 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ।
আজ দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।
আক্রান্তের স্ত্রী রিঙ্কু রায় নওদা 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান । আর সঞ্জিত রায় পেশায় ঠিকাদার হলেও এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হিসাবে পরিচিত । আজ দুপুরে মোটর বাইকে চেপে পঞ্চায়েত অফিস থেকে বাড়ি ফিরছিলেন তিনি । 15 মাইল এলাকায় পৌঁছাতেই দু'পাশে দুটি মোটর বাইক তাঁকে অনুসরণ করে । এরপরই চলন্ত বাইক থেকে দুষ্কৃতীরা গুলি চালায় । মোট তিনটি গুলি তাঁর শরীরে লাগে । একটি মাথার নিচে ও দুটি গুলি লাগে বুকে । মাটিতে লুটিয়ে পড়েন তিনি । এরপর মোটর বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা । দুটি মোটর বাইকে 5 জন দুষ্কৃতী ছিল বলে জানা গেছে । তবে তাদের সকলের মুখ ঢাকা ছিল। স্থানীয় বাসিন্দারা সঞ্জিত রায়কে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ।
এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের দিকে অভিযোগ ওঠেনি। তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি হাসপাতালে দাঁড়িয়ে বলেন, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত করছে। দলীয় স্তরে তাঁরাও সমান্তরাল তদন্ত করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছেন । নওদা থানার পুলিশ জানিয়েছে, অপরাধীদের এখনও শানাক্ত করা সম্ভব হয়নি ।