পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের ব্লক কার্যকরী সভাপতিকে মারধরে অভিযুক্ত দলেরই ব্লক সভাপতি - মুর্শিদাবাদ

বাইক থেকে নামিয়ে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতির উপর হামলার অভিযোগ উঠল ব্লক সভাপতির বিরুদ্ধে ।

Murshidabad
মুর্শিদাবাদ

By

Published : Mar 2, 2020, 11:13 PM IST

ইসলামপুর, 2 মার্চ : ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতির উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে । তোলাবাজি ও কাটমানির প্রতিবাদ করায় হামলা বলে অভিযোগ আক্রান্ত কার্যকরী সভাপতি বিশ্বনাথ দত্তর । অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি আমিনুল হাসানের বিরুদ্ধে হেনস্থা ও মারধরের অভিযোগ দায়ের হয়েছে ইসলামপুর থানায় ।

রবিবার রাতে বহরমপুরের তৃণমূল কার্যালয় থেকে দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন বিশ্বনাথবাবু ও তাঁর সঙ্গী কালু শেখ । অভিযোগ, কুঠিবাড়ি এলাকায় কয়েকজন দুষ্কৃতী বিশ্বনাথবাবুর রাস্তা আটকায় ৷ আগ্নেয়াস্ত্র দিয়ে ভয়ও দেখায় ৷ মোটর বাইক থেকে টেনে নামিয়ে লোহার রড দিয়ে বিশ্বনাথবাবুকে মারধর করা হয় । কালু শেখকেও মারধর করা হয় ৷ সুযোগ পেতেই কালু পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে দু'রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা ৷ শব্দ শুনে আশপাশের বাসিন্দাদের কয়েকজন ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয় ।

স্থানীয়দের সাহায্যে ইসলামপুর হাসপাতালে বিশ্বনাথবাবুকে ভরতি করে কালু শেখ । রাতেই তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । আক্রান্তদের অভিযোগ,কাটমানি ও তোলাবাজির প্রতিবাদ করায় ব্লক সভাপতি ও তারলোকেরাইহামলা করেছে । আমিনুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details