কংগ্রেসকে দুর্বল করাই লক্ষ্য আপ-তৃণমূলের, অভিযোগ করলে অধীর বহরমপুর (মুর্শিদাবাদ), 23 মে: নবান্নে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে রাজ্য এসেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লি ও বাংলার মুখ্যমন্ত্রীদের এই বৈঠককে ‘সেলফ আন্ডারস্ট্যান্ডিং’ বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ তাঁর অভিযোগ আপ ও তৃণমূল কখনই মহাজোটের অংশ হতে পারবে না ৷ কারণ, তাদের কাজ কংগ্রেসকে দুর্বল করে বিজেপিকে সাহায্য করা ৷ আর দুই দলের উত্থান কংগ্রেসের শক্তিকে দুর্বল করেই হয়েছে বলে মন্তব্য করেন অধীর ৷
বিজেপি বিরোধী জোটের পালে হাওয়া দিয়ে আজ নবান্নে বৈঠক করলেন বাংলা ও দিল্লির মুখ্যমন্ত্রী ৷ মমতা ও কেজরিওয়ালের এই বিশেষ বৈঠককে জাতীয়স্তরে কংগ্রেসের বিরুদ্ধে পরিকল্পিত আঁতাত বলে অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘আপ ও তৃণমূল কোনওদিন বিজেপির বিরুদ্ধে মহাজোটে সক্রিয়ভাবে অংশ নেবে না ৷ কারণ, তাদের কাজ কংগ্রেসকে দুর্বল করা ৷ দুই দলের উত্থানই হয়েছে কংগ্রেসের শক্তিকে খর্ব করে ৷’’ এ প্রসঙ্গে কর্ণাটক নির্বাচনের উদাহরণ টেনে আনেন তিনি ৷
অধীরের অভিযোগ, আপ কর্ণাটকে কংগ্রেসের নিশ্চিত জেতা আসনে ভোট কাটার চেষ্টা করেছে ৷ তাই 200 আসনে পরিকল্পিতভাবে প্রার্থী দিয়েছিল আম আদমি পার্টি ৷ আপের জন্যই কর্ণাটক বিধানসভায় একাধিক আসনে নিশ্চিত জয় ‘হাত’-ছাড়া হয়েছে ৷ এমনকি কর্ণাটক নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী কোনও বাক্য ব্যয় করেননি বলে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই বিজেপির বিরুদ্ধে থাকলে কর্ণাটক নির্বাচনে কংগ্রেসের পক্ষ কথা বলতেন ৷
আরও পড়ুন:কলকাতায় এলেন কেজরিওয়াল, নবান্নে বৈঠক মমতার সঙ্গে
অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে দর কষাকষির রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন অধীর ৷ লোকসভা নির্বাচনের আগে দু’পক্ষই নিজেদের দর বাড়াতে চাইছে ৷ এক্ষেত্রে বিজেপির সম্পূর্ণ মদত রয়েছে বলেও দাবি করেন তিনি ৷ পাশাপাশি, আম আদমি পার্টি এবং তৃণমূলের বিরুদ্ধে ধর্মীয় ভেদাভেদের রাজনীতির অভিযোগও করেছেন তিনি ৷