নবগ্রাম, 10 মে : দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল নবগ্রাম থানার পুলিশ । ওই তিনজনের বিরুদ্ধে পকশো ধারায় মামলা রুজু করা হয়েছে । রবিবার সন্ধ্যায় নবগ্রাম থানার অমৃতকুন্ডু মাঠ সংলগ্ন এলাকার ঘটনা । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । আজ ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।
এক নির্যাতিতার পরিবারের বক্তব্য, রবিবার বিকেলে এক বান্ধবীকে সঙ্গে নিয়ে রাইণ্ডা গ্রামে মাসির বাড়ি গিয়েছিল তাদের মেয়ে । সন্ধ্যা নাগাদ দুজনে সাইকেলে করে বাড়ি ফিরছিল । নির্যাতিতাদের অভিযোগ, সেই সময় তিনজন তাদের সাইকেল কেড়ে নিয়ে জোর করে জঙ্গলে তুলে নিয়ে যায় । সেখানেই দুজনের উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ ।