বহরমপুর, 30 জুন: মুর্শিদাবাদে বাড়ছে স্ক্রাব টাইফাসের (Scrub Typhus) আতঙ্ক । ইতিমধ্যে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে তিনজন ভর্তি রয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে(Murshidabad Medical College)। এ দিকে বর্ষার মরসুমে আবহাওয়ার পরিবর্তনের কারণে পাল্লা দিয়ে জ্বর, সর্দি ও কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে ।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালের এমএসভিপি অমিয়কুমার বেরা বলেন, "সঠিক সময়ে রোগ নির্ণয় হলে আতঙ্কের কোনও কারণ নেই । যে তিনজন ভর্তি রয়েছেন তারা সকলেই দ্রুত সেরে উঠছেন ।" জানা গিয়েছে, ঝোপ বা জঙ্গলে এক ধরনের মাকড়ের শরীরে থাকে স্ক্রাব টাইফাসের জীবাণু । মাকড়ের কামড়েই জীবাণু মানুষের শরীরে বাঁসা বাধে । প্রথমে জ্বর, সর্দি ও দ্বিতীয় সপ্তাহ থেকে বমি হতে শুরু করে । ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গ অচল হতে শুরু করে ।