বহরমপুর, 13 এপ্রিল : "তৃণমূল কী করে ভোট লুট করবে ? ওদের বেশিরভাগ লোকই তো এখন কংগ্রেসে চলে এসেছে।" আজ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে একথা বললেন অধীর চৌধুরি। তৃণমূল কংগ্রেসকে আক্রমণের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিয়েও আজ মন্তব্য করেন তিনি। বলেন, "কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা কংগ্রেসকে করতে হবে না। ওটা ওরা(তৃণমূল) করুক।" এর পাশাপাশি তৃণমূলকে হুঁশিয়ারি দেন, "মুর্শিদাবাদে একটা বুথ দখল করে দেখা তোরা, কত বড় বাপের ব্যাটা।"
কত বড় বাপের ব্যাটা, বুথ দখল করে দেখা; তৃণমূলকে চ্যালেঞ্জ অধীরের - tmc
তৃণমূলসহ অন্যান্য দল ছেড়ে আজ কংগ্রেসে যোগ দিয়েছে অনেকে। সেইসূত্রে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকে অধীর চৌধুরি কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে মন্তব্যের পাশাপাশি তৃণমূলকে হুঁশিয়ারি দেন।
শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জের মোকাবিলা করে ডিসেম্বর মাস থেকে তৃণমূল শিবির থেকে লাগাতার কর্মী সমর্থকদের ছিনিয়ে এনে নিজের ঘর গোছাচ্ছেন বহরমপুরের চারবারের সাংসদ। আজও ডোমকলের ঘোরামারার আড়াইশো জন তৃণমূল সমর্থকের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন তিনি। পরে সাংবাদিক বৈঠক করে বলেন, "তৃণমূল মানুষের মন জয় করতে পারেনি। তাই এখান থেকে তারা ভোট লুটের স্লোগান তুলেছে। ভোট যারা লুট করবে তারা এখন সবাই কংগ্রেসে। কাকে নিয়ে ভোট করবে ভাবুক ওরা। আমি তো আগেই বলেছি মুর্শিদাবাদে আমাদের স্লোগান, তিনে তিন তৃণমূলকে কবর দিন।"
এরপরই তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "প্রতিটি বুথে মানুষ ভোট দিতে পারবে সেই ব্যবস্থা আমরা করেছি। তৃণমূলের ক্ষমতা থাকলে তোরা একটা বুথ দখল করে দেখা কত বড় বাপের ব্যাটা। মুর্শিদাবাদের মানুষ বারবার ভোটাধিকার হারাবে না। কেন্দ্রীয় বাহিনীর ভরসাতেও আমরা নেই। ভোট লুট হলে গণ প্রতিরোধ হবে। এখন যা পরিস্থিতি, তাতে তৃণমূল অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানাবে এই জেলায়।"