বহরমপুর, 18 জুলাই : প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহ শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ । বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ স্কুলের প্রাথমিক বিভাগের ঘটনা । অভিভাবকদের অভিযোগ, এর আগেও ওই শিক্ষিকা একইভাবে আগের প্রধান শিক্ষককেও শ্লীলতাহানির কেসে ফাঁসিয়েছিলেন ।
বহরমপুর থানায় দায়ের করা অভিযোগে ওই শিক্ষিকা জানান, প্রধান শিক্ষকের ঘরে তিনি নথি আনতে গেছিলেন । সেসময় তাঁকে শারীরিক নিগ্রহ করা হয় । তিনি কোনওরকমে ঘর থেকে পালিয়ে আসেন ।
চাঁদ চক্রবর্তী নামের এক অভিভাবক বলেন, "এর আগের প্রধান শিক্ষককেও ওই শিক্ষিকা একইভাবে শ্লীলতাহানির কেসে ফাঁসিয়েছিলেন । প্রধান শিক্ষক নিজে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের মিড ডে মিল পেটপুরে খাওয়ান । সব দিকে লক্ষ্য রাখেন । ওই শিক্ষিকা চক্রান্ত করছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে । ওই শিক্ষিকাসহ আরও কয়েকজন শিক্ষক প্রধান শিক্ষকের বিরোধিতা করে থাকেন । আমরা চাই আমাদের প্রধান শিক্ষক থাকুক বদলে ওই শিক্ষিকা এই স্কুল থেকে চলে যাক ।"
ওই অভিভাবক আরও, "প্রধান শিক্ষক আমাদের কাছে ভগবান তুল্য । উনি আসার পর থেকে স্কুলের পরিকাঠামো বদলে গেছে । পঠনপাঠন , মিড ডে মিল সব কিছুতেই উন্নতি হয়েছে । উনি ছ'মাসের মধ্যে স্কুল সংস্কার করেছেন । মেয়েদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলেন । উনি কীভাবে এই কাজ করতে পারেন ? "
গতকাল স্কুল খুলতেই চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় । অভিভাবকরা ওই সহ শিক্ষিকার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন । তাঁরা সবাই প্রধান শিক্ষকের পাশে দাঁড়ান । উত্তেজনা ছড়ালে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।