ফরাক্কা, 26 ফেব্রুয়ারি : মাধ্যমিক পরীক্ষার শেষ দিনেও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল প্রশ্নপত্র । পরীক্ষা শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগেই জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। আর পরীক্ষা শেষে দেখা যায়, পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া প্রশ্নপত্রের সঙ্গে ছড়িয়ে পড়া প্রশ্নপত্র মিলে গেছে।
মাধ্যমিকের শেষদিনেও সোশাল মিডিয়ায় প্রশ্নপত্র, মিলে গেল আসল প্রশ্নের সঙ্গে - মাধ্যমিক পরীক্ষার শেষ দিনেও ফাঁস হল প্রশ্নপত্র
প্রথম পরীক্ষার পুনরাবৃত্তি শেষ পরীক্ষাতেও । পরীক্ষা শুরুর দেড় ঘণ্টার মধ্যেই ছড়িয়ে পড়ল জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র ।
ফরাক্কার একটি পরীক্ষাকেন্দ্র থেকেই এই প্রশ্নপত্রের ছবি ছড়ায় বলে প্রাথমিকভাবে জানা গেছে । ফরাক্কা থানার অর্জুনপুর এলাকার এক বাসিন্দার মোবাইল নম্বর থেকেইপ্রশ্নপত্রের ছবিটি ছড়ায় ।
গত বছর পর পর কয়েকটি পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল । তাই এবার প্রথম থেকেই কড়া ছিল মধ্যশিক্ষা পর্ষদ । কয়েকটি এলাকায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখা হয় । তাও প্রথম দিনই পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্র সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে । পরীক্ষা শেষ হতে দেখা যায়, পড়ুয়াদের থেকে পাওয়া প্রশ্নপত্রের সঙ্গে তা মিলে গেছে । এরপর আরও কড়া পদক্ষেপ করে পর্ষদ । প্রশ্নপত্রের ছবি মোবাইলে তুলতে গিয়ে ধরা পড়ায় কয়েকজন ছাত্রর পরীক্ষা বাতিল করা হয় । কিন্তু, তাও লাভ হল না । পরীক্ষার শেষ দিনেও ছড়িয়ে পড়ল প্রশ্নপত্র ।
TAGGED:
madhyamik examination 2020