বহরমপুর, 22 এপ্রিল : অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল চুরির অভিযোগের তদন্তের নির্দেশ দিলেন BDO । ওই কেন্দ্রের বরাদ্দ চাল পাচারের অভিযোগে এক ব্যক্তিকে পাকড়াও করেন স্থানীয়রা । বৃহস্পতিবার বহরমপুর থানার বলরামপুর 7/7 নম্বর ICDS সেন্টারের এক কর্মীকে ঘেরাও করা হয় । দীর্ঘক্ষণ তাঁকে আটক করে রাখা হয়। বহরমপুর সদর ব্লকের BDO ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি সামাল দেন। তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, বুধবার বিকেলে এই সেন্টার থেকে কয়েক বস্তা চাল অন্যত্র পাচার করা হয়। বৃহস্পতিবারও একইভাবে চাল পাচার করতে গেলে স্থানীয়রা তা আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। লকডাউন ভেঙে কয়েকশো মানুষ বিক্ষোভে সামিল হয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা এই কর্মীকে ঘেরাও করে রাখেন। ওই কর্মীকে চাল সরানোর কারণ জিজ্ঞেস করেন স্থানীয়রা। I ওই কর্মী জানান, পাশের একটি সেন্টারে চাল কম পড়ায় সুপারভাইজ়ারের নির্দেশেই চাল পাঠাচ্ছিলেন। কিন্তু তার কোনও প্রমাণ দেখাতে পারেননি তিনি। ঘটনার খবর পেয়ে বহরমপুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ঘটনাস্থানে আসেন।
অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল চুরির অভিযোগ, তদন্তের নির্দেশ প্রশাসনের - চাল পাচার
Iঅঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল চুরি করা হচ্ছিল । এই অভিযোগ পেয়েই তদন্তের নির্দেশ দিলেন BDO ।
চুরির অভিযোগ
তিনি বলেন অঙ্গনওয়াড়ি কর্মী বা সুপারভাইজ়ার পাশের সেন্টারে চাল নিয়ে যাওয়ার কোনও লিখিত কাগজ দেখাতে পারেননি। বহরমপুর BDO অভিনন্দন ঘোষ ঘটনাস্থানে এসে পরিস্থিতি সামাল দেন। তিনি বলেন, এই সেন্টারের হিসাব খতিয়ে দেখতে বলা হয়েছে। তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। গড়মিল দেখলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।