খড়গ্রাম, 24 জুলাই: বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা 72 জন ৷ কিন্তু নেই কোনও শিক্ষক-শিক্ষিকা ৷ এমনই অবস্থা মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রামের মাঝে খাসপুর জুনিয়র গার্লস হাইস্কুলের (Girls School is Suffering Due to Lack of Teachers) ৷ এখানে ছাত্রীর সংখ্যা 70-72 জন, কিন্তু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বর্তমানে শূন্য । একজন গ্রুপ-ডি কর্মী আছেন তবে তিনি মাঝেমধ্যে বিদ্যালয়ে এসে তিনি নাকি ইতিহাসের ক্লাস নেন ।
খাসপুর একটি প্রত্যন্ত গ্রাম, যেখানে অধিকাংশই দরিদ্র পরিবার ৷ সেখানে অভিভাবকরা বাধ্য হয়ে তাঁদের মেয়েদের এই স্কুলে পড়ান কারণ তাঁদের আর্থিক সামর্থ্য নেই বেসরকারি বিদ্যালয়ে পড়ানোর মতো ৷ ফলে মেয়েদের শিক্ষিত করে তোলার একমাত্র ভরসা এই বিদ্যালয় । ছাত্রীরা বিদ্যালয় এসে তাঁদের নিজেদের মতো করে একসঙ্গে বসে পড়াশোনা করে, তারপর তারা মিড-ডে মিল খেয়ে খেলাধুলা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ।