পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Murshidabad Teachers Crisis: নেই শিক্ষক, মিড-ডে মিল খেয়ে বাড়ি চলে যায় 72 জন ছাত্রী ! বেহাল দশা কান্দির স্কুলের - Students 72 Girls School is Suffering Due to Teachers Crisis in Murshidabad

স্কুলে ছাত্রীরা আছে কিন্তু নেই কোনও শিক্ষক-শিক্ষিকা ৷ বেহাল দশা কান্দি মহকুমার খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রামের মাঝে খাসপুর জুনিয়র গার্লস হাইস্কুলের (Girls School is Suffering Due to Lack of Teachers) ৷

Murshidabad Teachers Crisis
শিক্ষক-শিক্ষিকার অভাবে ধুঁকছে গার্লস স্কুল

By

Published : Jul 24, 2022, 5:46 PM IST

খড়গ্রাম, 24 জুলাই: বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা 72 জন ৷ কিন্তু নেই কোনও শিক্ষক-শিক্ষিকা ৷ এমনই অবস্থা মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রামের মাঝে খাসপুর জুনিয়র গার্লস হাইস্কুলের (Girls School is Suffering Due to Lack of Teachers) ৷ এখানে ছাত্রীর সংখ্যা 70-72 জন, কিন্তু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বর্তমানে শূন্য । একজন গ্রুপ-ডি কর্মী আছেন তবে তিনি মাঝেমধ্যে বিদ্যালয়ে এসে তিনি নাকি ইতিহাসের ক্লাস নেন ।

খাসপুর একটি প্রত্যন্ত গ্রাম, যেখানে অধিকাংশই দরিদ্র পরিবার ৷ সেখানে অভিভাবকরা বাধ্য হয়ে তাঁদের মেয়েদের এই স্কুলে পড়ান কারণ তাঁদের আর্থিক সামর্থ্য নেই বেসরকারি বিদ্যালয়ে পড়ানোর মতো ৷ ফলে মেয়েদের শিক্ষিত করে তোলার একমাত্র ভরসা এই বিদ্যালয় । ছাত্রীরা বিদ্যালয় এসে তাঁদের নিজেদের মতো করে একসঙ্গে বসে পড়াশোনা করে, তারপর তারা মিড-ডে মিল খেয়ে খেলাধুলা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ।

শিক্ষক-শিক্ষিকার অভাবে ধুঁকছে গার্লস স্কুল

আরও পড়ুন :শাবলমারায় অন্ধকারে সাঁওতালি মাধ্যমের পড়ুয়ারা, আন্দোলনে অভিভাবকরা

এমনকী মিড-ডে মিলের খাবারটাও তাদের নিয়মিত ঠিকমতো নাকি দেওয়া হয় না । স্কুলের অভিভাবকরা দাবি করছেন, বিদ্যালয়ে যেন অবিলম্বে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হয় । যেখানে নারী শিক্ষা নিয়ে সরকার প্রতিনিয়ত আগ্রহী, বাল্যবিবাহ রোধ করে নারী শিক্ষার উদ্দেশ্যে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে সেখানে প্রত্যন্ত গ্রামের এই গার্লস জুনিয়র হাইস্কুলের এমন অবস্থা সত্যিই শিক্ষা ব্যবস্থাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মত বিষয় হয়ে দাঁড়িয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details