মুর্শিদাবাদ, 18 মার্চ: সাগরদিঘি উপ-নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস। ভরাডুবি হয়েছে শাসক তৃণমূল। এরমধ্যেই দলে বড় ভাঙনে চাপে ঘাসফুল শিবির। শাসকদল থেকে কংগ্রেসে 6 হাজার ব্যক্তির যোগদানে চাপা উত্তেজনা রাজনৈতিক মহলে। পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহণ কর্মাধ্যক্ষর নেতৃত্বে জন যোগদান করল কংগ্রেসে (Workers and Supporters of Murshidabad Left TMC and Joined Congress)। এহেন এক ইতিহাস ঘটল কংগ্রেস শিবিরে। আগামিদিনে মুর্শিদাবাদ থেকে তৃণমূলের উচ্ছেদ অভিযান শুরু হবে এদিন এমনটাই জানান অধীর রঞ্জন চৌধুরী ৷
শনিবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের নগর পীরতলা মাঠে কংগ্রেসের পক্ষ থেকে সভার আয়োজন করা হয়। সভায় যোগদান পর্ব হয় কংগ্রেস দলে। শনিবারের এই যোগদান সভায় খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহণ কর্মাধ্যক্ষ আবুল হাসনাতের নেতৃত্বে 6 হাজার জন তৃণমূল কংগ্রেস কর্মী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেস দলে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন মহিউদ্দিন মণ্ডল রুবেল।