পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছাত্রকে মার, অভিযুক্ত শিক্ষক - guardian

ক্লাস ফোরের ছাত্রকে মারধরের অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি বহরমপুর জে এন অ্যাকাডেমির।

স্কুল

By

Published : Feb 22, 2019, 4:01 PM IST

বহরমপুর, ২২ ফেব্রুয়ারি : ক্লাস ফোরের ছাত্রকে মারধরের অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি বহরমপুর জে এন অ্যাকাডেমির। ওই ছাত্র অসুস্থ হয়ে পড়ার পরও চিকিৎসা করায়নি স্কুল কর্তৃপক্ষ। এমন কী, তাকে রেখে ভাষা দিবসের র‍্যালিও করা হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের। এই ঘটনায় স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। দীর্ঘক্ষণ শিক্ষকদের ঘেরাও করে রাখা হয়। উত্তেজনা চরমে পৌঁছালে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভিডিয়ো
গতকাল ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। র‍্যালি শুরু হওয়ার আগে মনোদীপ মণ্ডল (নাম পরিবর্তিত), সুমিত মণ্ডল (নাম পরিবর্তিত) নামে এক সহপাঠীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। সেই সময় অমিত নন্দী নামে ওই স্কুলের শিক্ষক তাকে বেধড়ক মারধর করে। মনোদীপ অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার ব্যবস্থা না করেই শিক্ষকরা ভাষা দিবসের র‍্যালি বার করে নিয়ে যায়। বাড়ি ফিরে আরও অসুস্থ হয়ে পড়ে সে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি তুলে একদল অবিভাবক শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

ABOUT THE AUTHOR

...view details