পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে কিশোরীকে বিক্রি, গ্রেপ্তার প্রেমিক - অপহরণ

প্রেমের সম্পর্ক তৈরি করে কিশোরীকে উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে আলিগড় থেকে কিশোরীকে উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ। অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার প্রেমিককে।

ছবিটি প্রতীকী

By

Published : Apr 5, 2019, 9:56 PM IST

ফরাক্কা, 5 এপ্রিল : প্রেমের সম্পর্ক তৈরি করে কিশোরীকে উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে আলিগড় থেকে কিশোরীকে উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ। অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার প্রেমিককে। নাম চন্দ্রপল গিরি(২৪)। পেশায় CISF জওয়ান। ফরাক্কার NTPC-তে কর্মরত সে।

ওই কিশোরীর পরিবারের তরফে জানা গেছে, চন্দ্রপলের সঙ্গে কিশোরীর সম্পর্ক ছিল। বহুবার বারণ করা সত্ত্বেও ওই কিশোরী শোনেনি। এরপর গত বছরের ২৯ ডিসেম্বর স্কুল যাওয়ার পথে কিশোরীকে শপিং করতে নিয়ে যাওয়ার নাম করে ট্রেনে চাপিয়ে উত্তরপ্রদেশে নিয়ে যায় চন্দ্রপল। যৌন নির্যাতনের পর এক ব্যক্তির কাছে ওই কিশোরীকে এক লাখ টাকায় বিক্রিও করে দেয় সে। মেয়ে বাড়ি না ফেরায় কিশোরীর পরিবার ওই যুবকের বিরুদ্ধে ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ২৫ মার্চ রাতে অভিযুক্ত চন্দ্রপল গিরিকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুলিশি হেপাজতে নিয়ে চন্দ্রপলকে জেরা শুরু করে পুলিশ। গোপন জেরায় পুলিশ জানতে পারে ওই কিশোরী উত্তরপ্রদেশের আলিগড়ে রয়েছে। চন্দ্রপলের মারফত কিশোরীর সঙ্গে যোগাযোগ করে উত্তরপ্রদেশ থেকে তাকে উদ্ধার করে পুলিশ। আজ সকালেই ফরাক্কা থানায় নিয়ে আসা হয় কিশোরীকে। তার শারীরিক পরীক্ষাও করা হয়।

পুলিশের সামনে ওই কিশোরী স্বীকার করে প্রলোভন দিয়ে সম্পর্ক গড়ে তোলে ওই CISF জওয়ান। সে জানায়, কী ভাবে দিনের পর দিন তাকে যৌন নির্যাতন করা হয়েছে। চন্দ্রপল গিরি মোটা টাকার বিনিময়ে তাকে বিক্রিও করে বলে জানায় পুলিশকে।

ABOUT THE AUTHOR

...view details