ফরাক্কা, 5 এপ্রিল : প্রেমের সম্পর্ক তৈরি করে কিশোরীকে উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে আলিগড় থেকে কিশোরীকে উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ। অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার প্রেমিককে। নাম চন্দ্রপল গিরি(২৪)। পেশায় CISF জওয়ান। ফরাক্কার NTPC-তে কর্মরত সে।
ওই কিশোরীর পরিবারের তরফে জানা গেছে, চন্দ্রপলের সঙ্গে কিশোরীর সম্পর্ক ছিল। বহুবার বারণ করা সত্ত্বেও ওই কিশোরী শোনেনি। এরপর গত বছরের ২৯ ডিসেম্বর স্কুল যাওয়ার পথে কিশোরীকে শপিং করতে নিয়ে যাওয়ার নাম করে ট্রেনে চাপিয়ে উত্তরপ্রদেশে নিয়ে যায় চন্দ্রপল। যৌন নির্যাতনের পর এক ব্যক্তির কাছে ওই কিশোরীকে এক লাখ টাকায় বিক্রিও করে দেয় সে। মেয়ে বাড়ি না ফেরায় কিশোরীর পরিবার ওই যুবকের বিরুদ্ধে ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ২৫ মার্চ রাতে অভিযুক্ত চন্দ্রপল গিরিকে গ্রেপ্তার করে পুলিশ।