পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে ফেরত দিল ফরাক্কা পুলিশ

বেশ কয়েকটি চুরি যাওয়া মোবাইল ঝাড়খণ্ড এলাকায় পাচার করেছে এই গ্যাং । সেগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে । ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

মুর্শিদাবাদে উদ্ধার মোবাইল
মুর্শিদাবাদে উদ্ধার মোবাইল

By

Published : May 7, 2021, 4:22 PM IST

ফরাক্কা, 7 মে : বহরমপুরের পর এবার ফরাক্কা থানার পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিল । উদ্ধার হওয়া সাতটি মোবাইল ফোন এদিন তুলে দেওয়া হয় মোবাইল মালিকদের হাতে । বিভিন্ন সময় এই মোবাইলগুলি চুরির অভিযোগ দায়ের হয়েছিল ।

দু'দিন আগে দশটি মোটরসাইকেল উদ্ধার করে মোটরসাইকেল মালিকদের হাতে চাবি তুলে দেয় বহরমপুর থানার পুলিশ । ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে । আজ সাতটি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হল ।

ফরাক্কা থানার আইসি কিশোর সিনহা চৌধুরী বলেন, আজ যাঁদের ফোন ফিরিয়ে দেওয়া হল তাঁরা, সকলেই ফরাক্কার বাসিন্দা । বিভিন্ন সময় চুরির অভিযোগ দায়ের করেছিল । তদন্তে নেমে পুলিশ মোবাইল চোর একটি গ্যাংকে আটক করে । তাদের কাছ থেকেই মোবাইল্গুলি উদ্ধার হয়েছে ।

আরও পড়ুন : কোচবিহারে মোবাইল দোকানে চুরি

তদন্তে নেমে পুলিশ জানতে পারে বেশ কয়েকটি চুরি যাওয়া মোবাইল ঝাড়খণ্ড এলাকায় পাচার করেছে এই গ্যাং । সেগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ । ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details