পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফরাক্কায় 2 লাখ টাকার জাল নোট-সহ গ্রেফতার মুদি ব্যবসায়ী - 2 লাখ টাকার জাল নোট উদ্ধার

ফরাক্কায় 2 লাখ টাকার জাল নোট-সহ গ্রেফতার মুদি ব্যবসায়ী ৷ ধৃতের নাম করিমউদ্দিন শেখ ৷ সোমবার তাঁকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ বিচারক অভিযুক্তকে তিনদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

police arrested businessman with fake currency in Farakka
ফরাক্কায় 2 লাখ টাকার জাল নোট-সহ গ্রেফতার মুদি ব্যবসায়ী

By

Published : Jul 19, 2021, 6:16 PM IST

ফরাক্কা, 19 জুলাই : 2 লাখ টাকার জাল নোট-সহ এক মুদি ব্যবসায়ীকে গ্রেফতার করল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে স্থানীয় একটি মুদিখানা দোকানে অভিযান চালায় তারা ৷ সেই দোকানে তল্লাশি চালিয়েই উদ্ধার করা হয় 100 টি 2000 টাকার জালনোট ৷ ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় করিমউদ্দিন শেখ নামে ওই মুদি ব্যবসায়ীকে ৷

আরও পড়ুন :দেড় লাখ টাকার জাল নোট সহ গ্রেফতার 2

পুলিশের প্রাথমিক অনুমান, মুদির দোকানের আড়ালেই জালনোট চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন 38 বছরের করিমউদ্দিন ৷ সোমবার তাঁকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ বিচারক অভিযুক্তকে তিনদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

সূত্রের খবর, প্রাথমিক জেরায় জাল নোটের কারবার সম্পর্কে পুলিশকে বেশ কিছু তথ্য দিয়েছেন করিমউদ্দিন ৷ পুলিশের দাবি, জালনোট চক্র চালানোর কথা স্বীকার করেছেন তিনি ৷ তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, মালদার কালিয়াচকের বাসিন্দা, জাল নোট পাচার চক্রের এক পাণ্ডার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল তাঁর ৷ সেখান থেকেই জাল নোট এনে এলাকায় ছড়িয়ে দিতেন করিমউদ্দিন ৷

আরও পড়ুন :2 লাখ টাকার জাল নোট-সহ গ্রেফতার বিহারের বাসিন্দা

গোপন সূত্রে এই খবরই এসে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশের কাছে ৷ সেই মতোই করিমউদ্দিনের দোকানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় তারা ৷ তাতেই মেলে সাফল্য ৷ ইতিমধ্যেই কালিয়াচকের বাসিন্দা, জাল নোট পাচার চক্রের ওই পাণ্ডার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেছে পুলিশ ৷ তাঁকে চিহ্নিত করে পাকড়াও করার চেষ্টা চলছে ৷ একইসঙ্গে, আর কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে, তারও হদিশ পেতে চাইছে পুলিশ ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details