কান্দি, 11 অক্টোবর : নার্সের গাফিলতির কারণে হাসপাতালে এক মহিলার মৃত্যুর অভিযোগ উঠল ৷ মৃতের নাম মীরা বিবি (32) । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
নার্সের গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ - murshidabad
নার্সের গাফিলতির কারণে হাসপাতালে এক মহিলার মৃত্যুর অভিযোগ উঠল ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
আজ সকাল সাড়ে আটটা নাগাদ অসুস্থতার দরুণ কান্দি মহকুমা হাসপাতালে ভরতি হন মীরা বিবি ৷ অভিযোগ, ভরতির কিছুক্ষণের মধ্যেই স্যালাইন দেন ডিউটিরত নার্স । কিন্তু সঠিকভাবে সেটি না দেওয়ায় খুলে যায় । বারংবার নার্সকে ডাকার পরও তিনি আসেননি ৷ পরিবারের অভিযোগ, ডিউটিরত নার্সদের ডাকতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন । স্যালাইন পুনরায় লাগিয়ে দেওয়ার কথা বলায় অশালীন ব্যবহার করেন । যদি সঠিক সময়ে সেটি লাগিয়ে দিত তাহলে মারা যেতেন না তিনি ।
নার্সদের বিরুদ্ধে এমনও অভিযোগ, তাঁরা হাসপাতাল এসে সোশাল মিডিয়া বা টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়েন ৷ রোগীদের দেখার কোনও সময় তাঁদের নেই । হাসপাতাল সুপারের কাছে পরিবারের লোকেরা এই ঘটনার প্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের করেন । সুপার জানান, বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন ।