পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিন রাজ্য থেকে ঢুকছে আগ্নেয়াস্ত্র, মুর্শিদাবাদে গ্রেপ্তার অস্ত্র কারবারি - arrest

গতরাতে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে জলঙ্গি থানার পুলিশ। ভোট বাজারে চড়া দামে বিক্রির জন্যই বিহারের মুঙ্গের থেকে অস্ত্রগুলি কিনে আনা হয়েছিল। ধৃতকে জেরা করে এমন তথ্যই উঠে এসেছে।

আগ্নেয়াস্ত্র

By

Published : Mar 15, 2019, 11:57 PM IST

বহরমপুর, ১৫ মার্চ : মুর্শিদাবাদে সীমান্ত এলাকায় পুলিশি নজরদারিকে বুড়ো আঙুল দেখিয়ে ভিন রাজ্য থেকে ঢুকছে আগ্নেয়াস্ত্র। গতরাতে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে জলঙ্গি থানার পুলিশ। ভোট বাজারে চড়া দামে বিক্রির জন্যই বিহারের মুঙ্গের থেকে অস্ত্রগুলি কিনে আনা হয়েছিল। ধৃতকে জেরা করে এমন তথ্যই উঠে এসেছে। আজ ১২ দিনের পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে ধৃতকে আদালতে তোলা হয়।

মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশ গতরাতে গ্রেপ্তার করে এক অস্ত্র কারবারিকে। ধৃতের নাম নজরুল মণ্ডল ওরফে নাজু। তার বাড়ি জলঙ্গি থানার ঘোষপাড়া এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৯টি পিস্তল, ২ ওয়ান শটার, ১০টি ম্যাগাজিন, ৩৪টি গুলি। নজরুলকে গ্রেপ্তার করা গেলেও চক্রের মূল পান্ডা সোনিয়া বিবি পলাতক। সোনিয়া বিবি সম্পর্কে ধৃতের বউদি।

পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, "অনেকদিন আগেই অস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে বাড়ির পিছনে মজুত করে রাখা হয়েছিল। ভোট বাজারে চড়া দামে বিক্রি করার জন্যই তারা অস্ত্রগুলি মজুত করেছিল। অস্ত্রগুলি ২১ হাজার টাকায় কিনেছিল। এখানে ৩৪ হাজার টাকায় বিক্রি করার পরিকল্পনা ছিল।" তিনি আরও বলেন, "এখন দেখা যাচ্ছে অস্ত্র কারবারিতে বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের নামই উঠে আসছে। ভোটের আগে সীমান্তে নজরদারি বাড়াতে ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে মিটিং হয়েছে। RPF, GRP-র সঙ্গেও মিটিং করা হয়েছে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details