বহরমপুর, 27 ডিসেম্বর: বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের (One dies by Road Accident) । ঘটনায় গুরুতর জখম হয়েছেন প্রায় 13 জন । মঙ্গলবার সকাল সাড়ে ছ'টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের উপর দৈলতাবাদ থানার নমাইলে । আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সেখানেই মৃত্যু হয়েছে বাস চালকের । ঘটনাস্থলে যায় দৈলতাবাদ থানার পুলিশ ।
জানা গিয়েছে, যাত্রী বোঝাই বাসটি জলঙ্গি থেকে বহরমপুরের দিকে আসছিল । তার সামনে আর একটি যাত্রীবাহী বাস ডোমকল থেকে বহরমপুর আসছিল। দুটি বাসের রেষারেষিতে ওভারটেক করতে গিয়েই বিপরীতমুখী লরির সঙ্গে সংঘর্ষ হয় (Bus and lorry collided in Murshidabad) । পাশাপাশি কুয়াশা থাকার কারণে দৃশ্যমানতাও কম ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন (Road Accident) ।
বাসে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিলেন । ঘটনায় 14 জনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় । সেখানেই বাস চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । মৃতের নাম এখনও জানা যায়নি ৷ হাসপাতালে ভর্তি এক মহিলা-সহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর । হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় আহত মাহাবুল হাসান বলেন, "বাস-লরি মুখোমুখি সংঘর্ষ লেগেছে ৷ বাসটি লোধুনপুর থেকে আসছিল ৷ বাসের গতি বেশি ছিল না বলেই মনে হয়েছে ৷ একটি লরি এসে ধাক্কা মারে ৷"