পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সামশেরগঞ্জে জালনোট-সহ গ্রেপ্তার এক

1 লাখ 40 হাজার টাকার জালনোট সহ গ্রেপ্তার এক ব্যক্তি। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের থেকে তাকে গ্রেপ্তার করা হয় ৷

মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ

By

Published : Aug 25, 2020, 6:52 PM IST

সামশেরগঞ্জ, 25 অগাস্ট : 1 লাখ 40 হাজার টাকার জালনোট সহ পাচারকারীকে গ্রেপ্তার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। ধুলিয়ান ফেরিঘাট থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ৷ উদ্ধার হয় ভারতীয় মুদ্রার জালনোট। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম কবিরুল শেখ। বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার বখরাবাদে।

পুলিশ জানিয়েছে, সকলের নজর এড়াতে নোট পাচারকারীরা নদী পথকে বেছে নিয়েছে। আর ধুলিয়ান ফেরিঘাট হয়ে উঠেছে জালনোট পাচারের করিডোর। মালিদা থেকে নদীপথে ধুলিয়ান ফেরিঘাটে নামছে পাচারকারীরা। সেখান থেকেই জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে দুই হাজার ও পাঁচশো টাকার জালনোট।

গতকাল এমনই ঘটনা ঘটবে তার খবর আগে থেকেই ছিল গোয়েন্দাদের কাছে ৷ সেই মত ফেরিঘাটে ঘাঁটি গেরেই ছিল পুলিশ ৷ তারপরই ওই পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে আটটি দুই হাজারের ও 248টি পাঁচশো টাকার জালনোট। পুলিশের সন্দেহ নোটগুলি বাংলাদেশ থেকেই ভারতে ঢুকেছে। তবে নোটগুলি কোথায় এবং কার হাতে স্থানান্তরিত হত তা জানান চেষ্টা করছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details