দিল্লি ও জিয়াগঞ্জ, ১০ অক্টোবর : মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুপুত্র সহ ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ জাতীয় মহিলা কমিশনের (NCW) । এই ধরনের ঘটনা বন্ধের জন্য পশ্চিমবঙ্গ সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ।
রেখা শর্মা জানিয়েছেন, ঘটনাটি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ-প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে । কিন্তু এরকম ঘটনা এবং চিঠি রাজ্য সরকারের উপর কোনও প্রভাব ফেলে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷ টুইটারে তিনি লিখেছেন, "ভয়াবহ, ভয়াবহ অপরাধ এবং সবচেয়ে খারাপ বিষয় হল কর্তৃপক্ষ এধরনের ঘটনা বন্ধের জন্য কিছুই করছে না । আমি মুখ্যমন্ত্রী এবং DGP-কে চিঠি লিখেছি ৷ যদিও এটি হাঁসের পিঠে জলের মতো ।"