পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জিয়াগঞ্জে খুনের ঘটনায় রাজ্যকে আক্রমণ জাতীয় মহিলা কমিশনের

জিয়াগঞ্জে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুনের ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ জাতীয় মহিলা কমিশনের (NCW) চেয়ারপার্সন রেখা শর্মার ।

জাতীয় মহিলা কমিশনের লোগো

By

Published : Oct 10, 2019, 2:08 PM IST

Updated : Oct 10, 2019, 8:02 PM IST

দিল্লি ও জিয়াগঞ্জ, ১০ অক্টোবর : মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুপুত্র সহ ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ জাতীয় মহিলা কমিশনের (NCW) । এই ধরনের ঘটনা বন্ধের জন্য পশ্চিমবঙ্গ সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ।

রেখা শর্মা জানিয়েছেন, ঘটনাটি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ-প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে । কিন্তু এরকম ঘটনা এবং চিঠি রাজ্য সরকারের উপর কোনও প্রভাব ফেলে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷ টুইটারে তিনি লিখেছেন, "ভয়াবহ, ভয়াবহ অপরাধ এবং সবচেয়ে খারাপ বিষয় হল কর্তৃপক্ষ এধরনের ঘটনা বন্ধের জন্য কিছুই করছে না । আমি মুখ্যমন্ত্রী এবং DGP-কে চিঠি লিখেছি ৷ যদিও এটি হাঁসের পিঠে জলের মতো ।"

এই সংক্রান্ত খবর : জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুপুত্র সহ ব্যক্তিকে কুপিয়ে খুন

দশমীর দিন জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুপুত্র সহ ব্যক্তিকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা । ঘর থেকেই উদ্ধার হয় বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল ও ছেলে অঙ্গন পালের রক্তাক্ত দেহ । তবে কে বা কারা এই খুন করেছে তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে পুলিশ ।

তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি । পুলিশের প্রাথমিক অনুমান, জিয়াগঞ্জের বাড়ি সংক্রান্ত কোনও পারিবারিক সমস্যা কিংবা তীব্র প্রতিশোধস্পৃহা থেকেই এই খুন । যদিও এখনও তা অষ্পষ্ট । ঘটনার তদন্ত শুরু হয়েছে । রাজ্যের RSS সম্পাদক জিষ্ণু বসু জানান, মৃত ব্যক্তি বন্ধুপ্রকাশ মণ্ডল RSS-র সদস্য ছিলেন ।

Last Updated : Oct 10, 2019, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details