জঙ্গিপুর, ৮ মার্চ : পেশার টানে অসমে গিয়ে নিজের দোকানের ভিতরেই রহস্যজনক ভাবে খুন হলেন মুর্শিদাবাদের এক যুবক। মৃতের নাম রাজারাম দাস(৩৮)। বাড়ি উমরপুরের ঘোরশালা। আজ সকালে বাড়িতে মৃত্যু সংবাদ আসতেই বাড়িতে কান্নার রোল পড়ে যায়। কে বা কারা রাজারামকে খুন করেছে তা নিয়ে ধন্দে পরিবার। মৃত রাজরামের বাড়িতে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছেন।
অসমে খুন মুর্শিদাবাদের যুবক - boy
পেশার টানে অসমে গিয়ে নিজের দোকানের ভিতরেই রহস্যজনক ভাবে খুন হলেন মুর্শিদাবাদের এক যুবক।
পরিবার সূত্রে জানা গেছে, উমরপুরের ঘোরশালা এলাকার অজিত দাসের পুত্র রাজারাম দাস দীর্ঘ পনেরো বছর ধরে অসমের জোরহাটে প্লাস্টিকের ব্যবসা করতেন। মাস খানেক আগে বাড়িতে ছুটি কাটাতে এসেছিলেন। পরে ফিরে যান। নিত্যদিনের মতো গতকালও পরিবারের সাথে কথা বলেছিলেন। আজ সকাল ৯টা নাগাদ বাড়িতে খবর আসে দোকানের দরজার তালা ভাঙা এবং ক্ষতবিক্ষত হয়ে পড়ে রয়েছেন রাজারাম। মৃতের স্ত্রী সুলতা দাস জানান, গতরাতেও তাঁর স্বামীর সাথে কথা হয়েছে। সকালে স্থানীয় একজন ফোন করে জানান ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে দেহ। কোনও কারণ ছাড়াই হঠাৎ কীভাবে খুন হল তা নিয়ে ধন্দে পরিবার। মৃত্যুর খবর পেয়েই অসমের উদ্দেশে রওনা দিয়েছেন পরিবারের সদস্যরা। জানা গেছে, অসম পৌঁছে তাঁরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করবেন।