বহরমপুর, ১৯ মার্চ :" তৃণমূলের মস্তানরা যতই কংগ্রেসকে ভয় দেখিয়ে আতঙ্কিত করার চেষ্টা করুক ভোট আমরা করিয়েই ছাড়ব। প্রতিটা বুথে ভোট হবে।" আজ সাংবাদিক বৈঠকে একথা বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি।
তৃণমূল মস্তানরা কংগ্রেসকে ভয় দেখালেও মুর্শিদাবাদের প্রতিটা বুথে ভোট হবে - sp
" তৃণমূলের মস্তানরা যতই কংগ্রেসকে ভয় দেখিয়ে আতঙ্কিত করার চেষ্টা করুক ভোট আমরা করিয়েই ছাড়ব। প্রতিটা বুথে ভোট হবে।"
পঞ্চায়েত নির্বাচনে কার্যত ফাঁকা মাঠে গোল দিয়েছে রাজ্যের শাসক দল। তাই লোকসভা নির্বাচনে সেই ক্ষত পুষিয়ে নিতে মরিয়া অধীর। তিন দশক আগের মেজাজে আজ সাংবাদিক বৈঠকে প্রতিটি বুথে ভোট করানোর হুংকার দিয়ে অধীর বলেন, "জেলা পুলিশের উপর আমাদের আস্থা ভরসা নেই। নির্বাচন কমিশনকে আগেই জানিয়েছি, এখানকার পুলিশের অধীনে ভোট করব না।"
প্রসঙ্গত, গতকাল সাংবাদিক বৈঠকে অধীরবাবু মুর্শিদাবাদের জেলাশাসককে তৃণমূলের তোলাবাজ বলে আক্রমণ করেছিলেন। এবিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করবেন বলেও জানিয়েছিলেন। তিনি বলেন, "মুর্শিদাবাদের জেলাশাসক ও অ্যাডিশনাল SP ঠিকাদারের কাছ থেকে ও বিভিন্ন খাতে টাকা তুলে তৃণমূলের ফান্ডে জমা করছে।" এখনও পর্যন্ত তারা ১২ কোটি টাকা জমা করেছে বলে অভিযোগ করেন তিনি।