বহরমপুর, 10 অক্টোবর:রাতে দুধ নেওয়া বন্ধ করেছে ভাগীরথী মিল্ক ইউনিয়ন । তার জেরেই চরম সমস্যায় পড়েছেন মুর্শিদাবাদের কয়েকহাজার দুগ্ধ ব্যবসায়ী । প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ জানান তাঁরা ৷ ব্যবসায়ীদের অভিযোগ, ভাগীরথী সমবায় সমিতির সঙ্গে তাঁরা জড়িত । দীর্ঘদিন ধরে দুধ দিয়ে আসছেন সমবায় সমিতিতে । এখন রাতে দুধ না নিলে ওই দুধ নিয়ে তাঁরা কী করবেন ?
সমবায় দুর্নীতি নিয়ে মুখ খোলেন তিনি । এই প্রসঙ্গেই বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে সমবায় ব্যবস্থায় যে দুর্নীতি হয়েছে তা আকাশছোঁয়া । এটা শুধু দুগ্ধ সমবায় সমিতি নয়, রাজ্যে যে সমস্ত সমবায় সমিতে লুটের রাজত্ব চলছে । এই সমবায় সমিতির দায়িত্বে বসে আছেন তৃণমূল নেতারা । সেখানে বোর্ড আছে কিন্তু নির্বাচিত বোর্ড নেই । যার ফলে মানুষ বুঝতে পারে না কোথায় তাঁর অধিকার জানালে বাস্তবায়িত হবে ।" তাই সাধারণ মানুষেরা তাঁদের নিজস্ব পাওনা-গণ্ডা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছেন অধীর চৌধুরী।
কয়েকদিন আগেই ভাগীরথী দুগ্ধ প্রকল্প থেকে জানানো হয়েছে রাত্রিবেলায় দুধ কেনা যাবে না । তা নিয়েই দুগ্ধ ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হয়েছে ৷ তারই প্রতীকী প্রতিবাদে রাস্তায় দুধ ঢেলে বিক্ষোভ দেখান তাঁরা ৷ অধীর চৌধুরী জানান, দুধ কেনা যাবে না তা জানানোর নির্দিষ্ট পদ্ধতি রয়েছে । তারজন্য বোর্ডের মেম্বারদের ডাকতে হবে । কিন্তু বোর্ড কোথায় ? সেসমস্ত বিষয় সঠিকভাবে ব্যবসায়ীদের না জানিয়েই দুগ্ধ ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ অধীর চৌধুরীর । তিনি আরও জানান, দুগ্ধ প্রকল্পের পক্ষ থেকে ব্যবসায়ীদের সঙ্গে এই প্রতারণার অভিযোগে তিনি হাইকোর্টে যাবেন ।