পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 7:41 PM IST

Updated : Oct 10, 2023, 7:51 PM IST

ETV Bharat / state

Milk Businessman Protest: ভাগীরথী মিল্ক ইউনিয়নের বিরুদ্ধে রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ ব্যবসায়ীদের!

ভাগীরথী মিল্ক ইউনিয়ন দুধ নেওয়া বন্ধ করায় রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ দুগ্ধ ব্যবসায়ীদের ৷ ভাগীরথী দুগ্ধ প্রকল্প বন্ধ হয়ে গেলে আরও পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়বে বলে দাবি অধীররঞ্জন চৌধুরীর ৷

Milk Businessman Protest
রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ ব্যবসায়ীদের

মুর্শিদাবাদে রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ ব্যবসায়ীদের

বহরমপুর, 10 অক্টোবর:রাতে দুধ নেওয়া বন্ধ করেছে ভাগীরথী মিল্ক ইউনিয়ন । তার জেরেই চরম সমস্যায় পড়েছেন মুর্শিদাবাদের কয়েকহাজার দুগ্ধ ব্যবসায়ী । প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ জানান তাঁরা ৷ ব্যবসায়ীদের অভিযোগ, ভাগীরথী সমবায় সমিতির সঙ্গে তাঁরা জড়িত । দীর্ঘদিন ধরে দুধ দিয়ে আসছেন সমবায় সমিতিতে । এখন রাতে দুধ না নিলে ওই দুধ নিয়ে তাঁরা কী করবেন ?

সমবায় দুর্নীতি নিয়ে মুখ খোলেন তিনি । এই প্রসঙ্গেই বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে সমবায় ব্যবস্থায় যে দুর্নীতি হয়েছে তা আকাশছোঁয়া । এটা শুধু দুগ্ধ সমবায় সমিতি নয়, রাজ্যে যে সমস্ত সমবায় সমিতে লুটের রাজত্ব চলছে । এই সমবায় সমিতির দায়িত্বে বসে আছেন তৃণমূল নেতারা । সেখানে বোর্ড আছে কিন্তু নির্বাচিত বোর্ড নেই । যার ফলে মানুষ বুঝতে পারে না কোথায় তাঁর অধিকার জানালে বাস্তবায়িত হবে ।" তাই সাধারণ মানুষেরা তাঁদের নিজস্ব পাওনা-গণ্ডা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছেন অধীর চৌধুরী।

কয়েকদিন আগেই ভাগীরথী দুগ্ধ প্রকল্প থেকে জানানো হয়েছে রাত্রিবেলায় দুধ কেনা যাবে না । তা নিয়েই দুগ্ধ ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হয়েছে ৷ তারই প্রতীকী প্রতিবাদে রাস্তায় দুধ ঢেলে বিক্ষোভ দেখান তাঁরা ৷ অধীর চৌধুরী জানান, দুধ কেনা যাবে না তা জানানোর নির্দিষ্ট পদ্ধতি রয়েছে । তারজন্য বোর্ডের মেম্বারদের ডাকতে হবে । কিন্তু বোর্ড কোথায় ? সেসমস্ত বিষয় সঠিকভাবে ব্যবসায়ীদের না জানিয়েই দুগ্ধ ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ অধীর চৌধুরীর । তিনি আরও জানান, দুগ্ধ প্রকল্পের পক্ষ থেকে ব্যবসায়ীদের সঙ্গে এই প্রতারণার অভিযোগে তিনি হাইকোর্টে যাবেন ।

আরও পড়ুন:পান খেতে গিয়ে মালদায় নিখোঁজ ব্যবসায়ী, তদন্তে পুলিশ

তিনি আরও উল্লেখ করেন, মুর্শিদাবাদের একমাত্র গ্রামীণ শিল্প সমবায় সমিতি এই ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতি। এই সমিতি বন্ধ হয়ে গেলে মুর্শিদাবাদ জেলায় আরও বেকারত্ব বাড়বে বলেও তিনি উল্লেখ করেন । ভাগীরথী দুগ্ধ প্রকল্প বন্ধ হয়ে গেলে আরও পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়বে বলে দাবি করেছেন তিনি ৷

আরও পড়ুন:ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ, তৃণমূলের তির বিজেপি নেতার দিকে

Last Updated : Oct 10, 2023, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details