পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Murshidabad Sand Mafia : বৈধভাবে বালি তুলতে মাফিয়ার বাধা, প্রশাসনের দ্বারস্থ ব্যবসায়ী

বৈধ কাগজপত্র রয়েছে ৷ তবুও বালি তুলতে মাফিয়াদের বাধার মুখে ব্যবসায়ী ৷ বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন মুর্শিদাবাদের বালি ব্যবসায়ী (Murshidabad Sand Mafia) ৷

Murshidabad Sand Mafia
মাফিয়াদের বাধা পেয়ে প্রশাসনের দ্বারস্থ বালি ব্যবসায়ী

By

Published : Apr 29, 2022, 10:00 PM IST

ইসলামপুর, 29 এপ্রিল :সরকারি নথি থাকা সত্ত্বেও কাজে বাধা দিচ্ছে বালি মাফিয়ারা (Mafia Barrier to Legal Sand Mining) ৷ যার জেরে লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়তে হচ্ছে বালি ব্যবসায়ীকে ৷ তাই সটান প্রশাসনের কাছে গিয়ে নালিশ করলেন তিনি ৷

ইসলামপুরের রমিপুর নওদাপাড়া বালির চর থেকে সরকারিভাবে বালি তোলার অনুমোদন পেয়েছিলেন বালি ব্যবসায়ী সালাম সেখ । 2017 সালে পাঁচ বছরের জন্য এই অনুমোদন পান তিনি ৷ স্বাভাবিকভাবেই কাজ চলছিল । বিগত সাতদিন ধরে বালি তোলার কাজে বাধা দেয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য তুরসেলিম সেখ । তবে সেদিকে কান না-দিয়ে বালি তোলার কাজ করছিলেন সালাম।

অভিযোগ, এরপর তুরসেলিম সেখ মাসিক টাকা দাবি করে ৷ তাকে টাকা দিলে তবেই বালি তুলতে দেবে বলে জানায় ৷ সেলিম তা দিতে অস্বীকার করায় গ্রামের কিছু মহিলাদের নিয়ে এসে বালি তোলার কাজে বাধা দেন তুরসেলিম । এমনকি সে থানায় ফোন করে অভিযোগ করে সালাম সেখ অবৈধভাবে বালি তোলার কাজ করছে । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে বালি বোঝায় গাড়িগুলি থানায় আটকে রাখে ।

মাফিয়াদের বাধা পেয়ে প্রশাসনের দ্বারস্থ বালি ব্যবসায়ী

যদিও এই ঘটনায় বিএলআরও রানিনগর 1 ব্লকের রঞ্জন কুমার কুন্ডু জানান, এই বালি তোলার কাজ বৈধভাবেই করা হচ্ছে ৷ ওনার কাছে সরকারি অনুমোদনের সঠিক নথি রয়েছে । তাই তিনি খনন করতে পারবেন ।

আরও পড়ুন :Poster Against TMC Leaders : বালি মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়েছেন তৃণমূলের নেতারা ? পুরশুড়ায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

ABOUT THE AUTHOR

...view details