পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জিয়াগঞ্জে সুপারি কিলার দিয়ে খুন ? আটক দুই

জিয়াগঞ্জে সুপারি কিলার দিয়েই কি খুন করা হয়েছে ? দশমীর দিন জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুপুত্র-সহ এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা । ঘর থেকেই উদ্ধার হয় বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল ও ছেলে অঙ্গন পালের রক্তাক্ত দেহ ।

জিয়াগঞ্জে সুপারি কিলার দিয়ে খুন ?

By

Published : Oct 11, 2019, 8:19 PM IST

Updated : Oct 11, 2019, 8:46 PM IST

বহরমপুর, 11 অক্টোবর : জিয়াগঞ্জের খুনের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করল পুলিশ ৷ ঘটনায় উঠে এসেছে বীরভূমের ব্যবসায়ী শৌভিক বণিক নামে এক ব্যক্তির নামও ৷ পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক ও মোটা টাকার লেনদেনের কারণে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে । প্রাথমিক তদন্তে অনুমান, শৌভিক বণিক ওরফে দীপ নামে ওই ব্যক্তির সঙ্গে মৃত বিউটি পালের বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল ৷

জিয়াগঞ্জে একই পরিবারের তিনজনের খুনের ঘটনায় বিতর্ক তৈরি হয় ৷ দশমীর দিন জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুপুত্র-সহ এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা । ঘর থেকেই উদ্ধার হয় বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল ও ছেলে অঙ্গন পালের রক্তাক্ত দেহ । তারপরই RSS দাবি করে, বন্ধুপ্রকাশ পাল RSS-এর সদস্য ছিলেন । এটি রাজনৈতিক হত্যা কি না, সে বিষয়টিও উঠে আসে এই প্রসঙ্গে ৷ শনিবার কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে এই ইশুতে রাজ্য BJP প্রতিবাদ জানাবে ৷

আজ বিকেলে রামপুরহাট নয় নম্বর ওয়ার্ডের শৌভিক বণিকের বাড়িতে আসে লালবাগ মহকুমার পুলিশ অধিকারিক বরুণ বৈদ্যের নেতৃত্বে তদন্তকারী পুলিশের দল । তবে শৌভিক বণিককে বাড়িতে পাওয়া যায়নি । পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ । প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে তল্লাশি ।

শৌভিক রামপুরহাটে প্রতিবারের মতো পুজোয় আসেনি বলেই জানান স্থানীয় বাসিন্দারা ৷ নেটওয়ার্কের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি ৷ তবে গত 6 মাস তিনি বাড়ি আসেননি বলেই দাবি করেন শৌভিকের দাদা সৌরভ ৷

Last Updated : Oct 11, 2019, 8:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details