পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনের মাঝে মুর্শিদাবাদের সুন্দরপুরে বোমাবাজি, জখম 3 - country lock down

এলাকা দখলকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বড়ঞা থানার সুন্দরপুর গ্রামে বচসা । চলে বোমাবাজি । ঘটনায় তিনজন জখম হয়েছেন।

image
ছবি

By

Published : Apr 1, 2020, 10:26 PM IST

কান্দি, 1 এপ্রিল : এলাকা দখল ঘিরে মুর্শিদাবাদের বড়ঞা থানার সুন্দরপুর গ্রামে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ । চলল বোমাবাজি । ঘটনায় এক মহিলা সহ জখম তিন । বর্তমানে তারা কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

আজ সকালে এলাকা দখলকে কেন্দ্র করে মুস্তাকিম শেখ ও মালাই শেখের নেতৃত্বাধীন দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাধে । পরে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয় । কিন্তু বিকেলে আবার বচসা বাধে । এরপরই দু'পক্ষের তরফে ব্যাপক বোমাবাজি চলে। ঘটনায় এক মহিলা সহ জখম হয় তিনজন । স্থানীয়রা তড়িঘড়ি তাদের কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

ঘটনায়, এলাকার তৃণমূল যুব কংগ্রেস অঞ্চল সভাপতি সাবির শেখের বিরুদ্ধে অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেসের বাদাম শেখ । যদিও সাবির সেই অভিযোগ অস্বীকার করেছে । তার পালটা দাবি এই কাজ করেছে বাদাম শেখ ।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি । ঘটনাস্থান থেকে একটি তাজা বোমাও উদ্ধার হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details