পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-তে যোগ দিলে মুকুল নয়, মোদির সঙ্গে কথা বলব : অধীর

"আমি BJP-তে যোগ দিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলব। মুকুল রায়ের সঙ্গে কেন কথা বলব?" আজ একথা বলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি।

কংগ্রেস নেতা অধীর চৌধুরি

By

Published : Mar 10, 2019, 9:51 PM IST

বহরমপুর, ১০ মার্চ : "আমি BJP-তে যোগ দিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলব। মুকুল রায়ের সঙ্গে কেন কথা বলব?" আজ একথা বলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি।

গতকাল সোশাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায়, একটি নৈশভোজে উপস্থিত রয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি ও BJP নেতা মুকুল রায়। এরপরই অধীর চৌধুরি BJP-তে যোগ দিচ্ছেন বলে গুজব ছড়াতে থাকে। আজ তারই জবাব দিতে তিনি সাংবাদিক বৈঠক ডাকেন। সেখানে তাঁকে BJP-তে যোগ দেওয়ার কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এগুলো সব গল্প। তৃণমূলের তরফে পরিকল্পিতভাবে এগুলো আমার বিরুদ্ধে ছড়ানো হচ্ছে। শুধু আজকে নয় অনেকদিন ধরেই এগুলো করা হচ্ছে। কখনও আমাকে BJP বলা হচ্ছে। কখনও খুনি, কখনও সমাজবিরোধী, কখনও সিন্ডিকেটের রাজা বলা হচ্ছে। আসলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরাসরি রাজনৈতিক লড়াই করতে ভয় পাচ্ছেন। তাই মিথ্যা কুৎসা রটিয়ে স্থানীয়দের কাছে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত জেলা। তাই মুসলমানদের মধ্যে আমার সম্পর্কে প্রশ্ন তৈরি করতে চাইছে। কারণ এর প্রভাব আসন্ন নির্বাচনে পড়বে।"

BJP-তে যোগ দেওয়ার জন্য মুকুল রায়ের সঙ্গে দেখা করা প্রসঙ্গে তিনি বলেন, "আমি BJP-তে যদি যোগ দিই, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলব। অমিত শাহের সঙ্গে কথা বলব। মুকুল রায়ের সঙ্গে কেন কথা বলব? আমি চারবারের সাংসদ। আমার একটা জাত আছে। সেই জাত বুঝেই আমি আলোচনা করব।"

ABOUT THE AUTHOR

...view details