জলঙ্গি, 15 ডিসেম্বর : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে প্রায় 20 লাখ টাকার হেরোইন বাজেয়াপ্ত করল বিএসএফ। জলঙ্গি থানা এলাকার মধুবনা বিওপি থেকে হেরোইনের প্যাকেট উদ্ধার করেন বিএসএফের 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ।
ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার ভারতীয় ভূখণ্ডে চাষের জন্য এলাকার চাষিদের বিএসএফের কাছে পরিচয়পত্র জমা রেখে যেতে হয়। বাড়ি ফেরার সময় পরিচয়পত্র চাষিদের ফেরত দেওয়া হয়।
জলঙ্গিতে পাচারের সময় উদ্ধার 20 লাখ টাকার হেরোইন - সীমান্ত থেকে বাজেয়াপ্ত 20 লাখ টাকার হেরোইন
সীমান্তে প্রায় 20 লাখ টাকার হেরোইন উদ্ধার করল বিএসএফ ৷ বিএসএফ জলঙ্গি থানা এলাকার মধুবনা বিওপি থেকে হেরোইনের প্যাকেটগুলি উদ্ধার করে ৷ পাচারকারী পলাতক ৷
আরও পড়ুন :20 কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার মাদক পাচারকারী
মধুবনা এলাকার এক চাষি খেতের কাজের নাম করে এদিন পাচারের উদ্দেশ্যেই সীমান্তে যাওয়ার চেষ্টা করছিল। তার হাতে একটি বাজারের ব্যাগ ছিল। পরিচয়পত্র জমা দেওয়ার সময় ব্যাগটি নজরে আসে বিএসএফ জওয়ানদের। ব্যাগ তল্লাশি করতে গেলেই সেটি ফেলে রেখে জঙ্গল এলাকায় পালিয়ে যায় ওই চাষি। ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে তিনশো গ্রাম হেরোইন। যার বাজার মূল্য 20 লাখ টাকার বেশি বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। পাচারকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে জলঙ্গি থানার পুলিশ।