পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর - berhampur

কংগ্রেসের লোকসভার নেতা হলেন অধীররঞ্জন চৌধুরি ।

ফাইল ফোটো

By

Published : Jun 18, 2019, 2:47 PM IST

Updated : Jun 18, 2019, 3:51 PM IST


দিল্লি, 18 জুন : কংগ্রেসের লোকসভার নেতা হলেন অধীররঞ্জন চৌধুরি । বহরমপুরের এই সাংসদকে লোকসভার নেতা হিসেবে সবুজ সংকেত দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি । বহরমপুরকে নজরে রেখেছিল তৃণমূল । কিন্তু সেই অবস্থাতেও বহরমপুরের সিটটি নিজের দখলেই রেখেছেন অধীর ।

যদিও, অধীর চৌধুরি পাচ্ছেন না বিরোধী দলনেতার মর্যাদা । কংগ্রেসেরই বিরোধী দলের মর্যাদা নেই । কারণ লোকসভায় ন্যূনতম 10 শতাংশ আসন না পেলে বিরোধী দলের মর্যাদা পাওয়া যায় না । এবারের ভোটে কংগ্রেস এই 10 শতাংশ আসনও পায়নি ।

Last Updated : Jun 18, 2019, 3:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details