পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

3 মাসের মেয়েকে খুনের অভিযোগ, গ্রেপ্তার যুবক - ভরতপুর

3 মাসের মেয়েকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হল যুবককে ৷ ঘটনাটি ভরতপুরের ৷

মেয়েকে খুনের অভিযোগ

By

Published : Sep 12, 2019, 9:57 AM IST

ভরতপুর (মুর্শিদাবাদ), 12 সেপ্টেম্বর : তিনমাসের মেয়েকে খুনের অভিযোগ ৷ গ্রেপ্তার বাবা ৷ ধৃতের নাম মিতুল শেখ ৷ বিবির সঙ্গে অশান্তির জেরেই নিজের মেয়েকে সে খুন করে বলে অভিযোগ । ঘটনাটি মুর্শিদাবাদের ভরতপুর থানার আঙ্গারপুরের ।

মৃত শিশুর নাম সাথি খাতুন । মিতুল শেখের বিরুদ্ধ্ব খুনের অভিযোগ দায়ের করেছেন তাঁর বিবি রেজিনা । তাঁর অভিযোগ, কন্যাসন্তানের জন্ম দেওয়ায় তাঁর উপর অত্যাচার করে শওহর ৷ গতকাল মেয়েকে নিয়ে বসে থাকার সময় হঠাৎই মত্ত অবস্থায় বাড়ি ফিরে মিতুল তাঁকে মারধর শুরু করে । শওহরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মেয়েকে বাড়িতে রেখে ভরতপুর থানায় অভিযোগ দায়ের করতে যান ৷

কিছুক্ষণ পর জানতে পারেন, মিতুল তাঁর তিনমাসের মেয়েকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে । ময়নাতদন্তের জন্য মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় । মিতুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ । রেজিনা বিবির শ্বশুরবাড়ি অন্য সদস্যরা পলাতক ৷

ABOUT THE AUTHOR

...view details